• মগরাহাট স্টেশনে বিধ্বংসী আগুন, ডায়মন্ড হারবার শাখায় ট্রেন চলাচল ব্যাহত
    এই সময় | ৩১ মার্চ ২০২৫
  • ভয়াবহ আগুন স্টেশন চত্বরে। শিয়ালদহ দক্ষিণ শাখার মগরাহাট স্টেশনের প্ল্যাটফর্মে বিধ্বংসী অগ্নিকাণ্ড। এর জেরে ব্যাপক প্রভাব ট্রেন চলাচলে। ডায়মন্ড হারবার লাইনের সমস্ত ট্রেন চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

    জানা গিয়েছে, মগরাহাটের তিন নম্বর প্ল্যাটফর্মের একটি মোবাইল ফোনের দোকানে আগুন লেগে যায়। দোকানগুলোতে ত্রিপলের ছাউনি থাকায় কম সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের আরও বেশ কয়েকটি দোকানে। আতশবাজি থেকে এই আগুন লেগেছে বলে অনুমান পুলিশের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ডায়মন্ড হারবার জিআরপি এবং মগরাহাট থানার পুলিশ। তড়িঘড়ি আগুন নেভাতে হাত লাগান স্থানীয় মানুষ ও যাত্রীরা। স্থানীয় ও ব্যবসায়ীরা বালতিতে করে জল ঢালতে থাকেন। স্টেশনে থাকা ফায়ার এক্সটিংগুইশার অর্থাৎ অগ্নি নির্বাপন যন্ত্রের মাধ্যমে নিভিয়ে ফেলা হয় আগুন বলে রেল সূত্রে খবর।

    রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, ‘দুপুর ২টো ৪৮ নাগাদ আগুন লাগে স্টেশন সংলগ্ন একটি বেআইনি দোকানে। ৩টে ২৫ নাগাদ আগুন নিভেও গিয়েছে। কিন্তু, এই সময়ের মধ্যে সুরক্ষার খাতিরে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন ফের পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে।’ একইসঙ্গে ক্ষোভ প্রকাশ করে রেল আধিকারিক বলেন, রেলের তরফে বহুবার এই ধরনের বেআইনি দোকান সরিয়ে নেওয়ার কথা বললেও তা মানেনি ওই দোকান মালিকরা। এই জন্যেই এই দুর্ঘটনা বলে দাবি রেলের।

  • Link to this news (এই সময়)