সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ হাওড়ার উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুরে হুগলি নদীতে বানের তোড়ে উল্টে গেল স্পিড বোট। বোটে থাকা চারজনকে উদ্ধার করলেন পাশে থাকা একটি লঞ্চের কর্মীরা। প্রাণে বেঁচেছেন জলে পড়ে যাওয়া ওই চার যুবক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমাবস্যার ভরা কোটালে হুগলি নদীতে বানের খবর আগেই ছিল। বানের হাত থেকে বাঁচতে পাড়ে থাকা স্পিড বোট, লঞ্চ, যাত্রীবাহী নৌকা গুলি মাঝ নদীতে রাখার প্রস্তুতি চলছিল।
আচমকা বান আসায় তীব্র জলোচ্ছ্বাসে উল্টে যায় সেখানে থাকা একটি স্পিড বোট। জলে পড়ে যান স্পিড বোটে থাকা চার যুবক। তাঁদেরকে সঙ্গে সঙ্গে উদ্ধার করেন পাশে থাকা একটি লঞ্চের কর্মীরা।
প্রশাসন সূত্রে খবর, অমাবস্যার ভরা কোটালে প্রায়ই হুগলি নদীতে বান আসে। আগাম পূর্বাভাস থাকায় এড়ানো যায় বিপদ। সাধারণত বানের জেরে ব্যাপক জলোচ্ছ্বাস হয় নদীর পাড়ে। ক্ষয়ক্ষতি এড়াতে লঞ্চ, যাত্রীবাহী নৌকা নদীর মাঝখানে নিয়ে যাওয়া হয়।
এ দিনও সেই রকম কাজ চলছিল। তার মাঝেই ঘটে গেল এই বিপত্তি। পাশেই লঞ্চ থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন জলে পড়ে যাওয়া ওই চার যুবক।