বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ‘শাস্তি’, তরুণীর উপরে অ্যাসিড হামলার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানার ধানগড়া গ্রামে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম আবির শেখ।
সূত্রের খবর, তরুণীও ওই গ্রামের বাসিন্দা। আবিরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। শনিবার ওই তরুণী তাঁর বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন। তাঁর অভিযোগ, সেই সময়েই আবির হঠাৎ তাঁকে জোর করে নির্জন একটি মাঠে নিয়ে গিয়ে বিয়ে করতে চেয়েছিল। প্রেমিকের থেকে আচমকা এই প্রস্তাব পেয়ে প্রথমে হকচকিয়ে যান তরুণী। তিনি কিছুটা সময়ও চেয়েছিলেন। কিন্তু আবির তা শোনেনি বলে অভিযোগ। বরং পকেটে রাখা একটি অ্যাসিডের বোতল বার করে ছুড়ে মারে প্রেমিকার মুখে। চিৎকার করে ওঠেন ওই তরুণী। সেই চিৎকার শুনে জড়ো হন এলাকাবাসী। সেখান থেকে পালিয়ে যায় আবির। স্থানীয়রাই ওই তরুণীকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যান। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।
জানা গিয়েছে, তরুণীর মুখ, গলার একাধিক অংশ পুড়ে গিয়েছে। নির্যাতিতার পরিবার ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে যুবককে। কেন হঠাৎ এ ভাবে আক্রমণাত্মক হয়ে উঠল ওই যুবক? এ ক্ষেত্রে কি কোনও উস্কানি কাজ করেছিল? উত্তর খুঁজছে পুলিশ।