ভূগর্ভস্থ জলাধার পরিষ্কার করতে নেমে মৃত্যু হলো দুই নির্মাণকর্মীর। মৃতদের নাম অনিল সিংহ (২৫) এবং মুন্না যাদব (২৫)। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোল পুরসভার ৮৪ নম্বর ওয়ার্ডের চাষাপাড়া এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হীরাপুর থানার পুলিশ এবং দমকলের কর্মীরা। পুলিশ ওই দুই কর্মীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এক নির্মাণকর্মী গুরুতর অসুস্থ পড়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে।
মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট সামনে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানাচ্ছেন তদন্তকারীরা। অনিল এবং মুন্নার বাড়ি আসানসোলে।
স্থানীয় সূত্রে খবর, আসানসোল পুরসভার ৮৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রকাশ বর্নোয়াল বাড়ির পিছনে জায়গা কিনে নতুন নির্মাণ শুরু করেছিলেন। তৈরি হচ্ছিল একটি ভূগর্ভস্থ জলাধার। সোমবার ভূগর্ভস্থ জলাধার পরিষ্কার করতে অনিল, মুন্না এবং আরও কয়েকজন কর্মীকে মোতায়েন করেছিলেন তিনি। এই কাজ করার সময়েই নির্মীয়মাণ জলাধার মিথেন গ্যাসে ভরে যায় বলে অনুমান করা হচ্ছে। এর দরুণ অসুস্থ হয়ে পড়েন ভেতরে থাকা শ্রমিকরা। দমকল এবং পুলিশ এসে উদ্ধার করে ৩ জন কর্মীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় অনিল এবং মুন্নার।
এই ঘটনায় ওয়ার্ডের কাউন্সিলার দেবাশিস সরকারের অভিযোগ, জলাধার পরিষ্কার করার জন্য যে সমস্ত পরীক্ষা করার প্রয়োজন ছিল তা না করেই কর্মীদের কাজে নামানো হয়। তিনি আরও অভিযোগ করেন, পুরসভার অনুমতি না নিয়েই এই নির্মাণকাজ করা হচ্ছিল। এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়। এখনও পর্যন্ত ওই দুই কর্মীর পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
তথ্য সহায়তা: সুশান্ত বণিক