বইপ্রেমীদের জন্য সুখবর, এবার শিলিগুড়িতে আজকাল বুক কর্নারের পথচলা শুরু
আজকাল | ৩১ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নববর্ষের আগে বইপ্রেমীদের জন্য সুখবর। এবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে শুরু হল আজকাল বুক কর্নারের পথচলা। আজকাল প্রকাশনীর বই এবার থেকে আরও হাতের কাছে। আগে আজকালের বই হাতে পাওয়ার জন্য অগ্রিম বুকিং করতে হত। এবার থেকে আজকাল প্রকাশনার সমস্ত বই সরাসরি পাওয়া যাবে শিলিগুড়ির চণ্ডাল প্রকাশনীর দপ্তরে।
রবিবারেই শিলিগুড়িতে আজকাল বুক কর্নারের শুভ উদ্বোধন হয়। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক বিপুল দাস, চিকিৎসক শেখর চক্রবর্তী, টেকনো ইন্ডিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ভাস্কর রায়, ডিজিএম নির্মাল্য আচার্য, নাট্যকার কল্যাণময় দাস, শিক্ষিকা ইসমাত আরা বেগম, চণ্ডাল প্রকাশনীর কর্ণধার কিশোর সাহা ও সুদেষ্ণা সাহা।
চর্চা রোডে আজকাল বুক কর্নারের উদ্বোধনের অনুষ্ঠানে স্মৃতির সরণিতে বেয়ে আজকালের সঙ্গে পুরনো দিনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন সকলে। উত্তরবঙ্গের একাধিক কবি, সাহিত্যিক, বইপ্রেমীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সকলেই আজকাল প্রকাশনার বইয়ের ভূয়সী প্রশংসা করেন। এবার উত্তরবঙ্গের পাঠকদের কাছে পৌঁছে যাওয়ায়, যারপরনাই খুশি সকলে।