• ঈদগাহ ময়দানে নামাজে লক্ষাধিক মানুষ, কোতুয়ালি ভবনে খুশির মাহফিল, ইদের উচ্ছ্বাস মালদায়...
    আজকাল | ৩১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অন্যান্য বছরের মতো এবারেও ধর্মীয় ঐতিহ্য পরম্পরা বজায় রেখে পবিত্র ইদ-উল-ফিতর অর্থাৎ খুশির ইদের নমাজ পড়লেন মালদা শহরের হায়দার এলাকার মহিলারা। মুসলিম মহিলা জন কল্যাণ কমিটির উদ্যোগে এদিন নমাজ পাঠে সামিল হন তাঁরা। সকলে মিলে নমাজ পাঠ করে বিশ্বশান্তির প্রার্থনা করেন। নমাজ শেষে মহিলাদের সকলকে খুশির ইদের শুভেচ্ছা জানান মালদা শহরের ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর গায়ত্রী ঘোষ।এই জেলায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয় সুজাপুর নয়মৌজা ঈদগাহ ময়দানে। নামাজের জন্য ৩৪ নম্বর জাতীয় সড়কে প্রায় তিন চার ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকে, প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন এতে।

    পাশাপাশি কোতুয়ালি ভবনে খুশির মাহেফিল। সেই খুশির মাহেফিল নজরে এল সোমবার। প্রথমে কোতুয়ালি গণি পরিবারের সদস্য প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও বর্তমান সাংসদ ইশা খান চৌধুরী মিলে কোতুয়ালি মিঞাপাড়া জামে মসজিদে নমাজ পাঠ করেন। নমাজ পাঠ শেষ হতেই তাঁরা ইদের শুভেচ্ছা জানান সকলকে। এরপর কোতুয়ালি ভবনে খুশির ইদ উপলক্ষে বসে খুশির মাহফিল। পরিবারের সকল সদস্য মিলে মেতে ওঠেন খুশির ইদের আনন্দে। এলাকাবাসী-সহ অতিথিদের জন্য বিভিন্ন খাবারের আয়োজন করেন। জেলাবাসীকে খুশির ইদের শুভেচ্ছা জানান প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী, দক্ষিণ মালদার বর্তমান সাংসদ ইশা খান চৌধুরী ও রাজ্যসভার সাংসদ মৌসম নূর।
  • Link to this news (আজকাল)