• কয়লাখনিতে বিস্ফোরণ, ধসে পড়ল বাড়ির পাঁচিল, একাধিক বাড়িতে ফাটল ...
    আজকাল | ৩১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ইসিএলের কয়লাখনিতে বিস্ফোরণের জেরে ধসে পড়ল বাড়ির সীমানার পাঁচিল! তেমনটাই অভিযোগ ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের। ঘটনাস্থল আসানসোল।

    জামুরিয়ার কাটাগড়িয়ার ইসিএলের কুনুস্তরিয়া এলাকার নর্থ সিয়ারশোল খোলামুখ খনির ঘটনা। ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের অভিযোগ, নর্থ সিয়ারশোল খোলামুখ খনিতে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণের জেরে বাড়িতে কম্পন অনুভুত হয়। এমনকী বাড়িতে ফাটল পর্যন্ত দেখা দিয়েছে। ধসে পড়েছে বাড়ির পাঁচিল। 

    এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসিএলের আধিকারিকরা। উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের দাবি, পুনরায় যাতে এই ধরনের না ঘটে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমনকী কয়লাখনিতে বিস্ফোরণ ঘটানো বন্ধ রাখার দাবিও তুলেছেন তাঁরা।
  • Link to this news (আজকাল)