• প্ল্যাটফর্মে বিধ্বংসী আগুন, দ্রুত ছড়িয়ে পড়ল একের পর এক দোকানে, ট্রেন চলাচলে বিঘ্ন...
    আজকাল | ৩১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার শিয়ালদহ দক্ষিণ শাখার মগরাহাট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে বিধ্বংসী আগুন। একটি মোবাইল ফোনের দোকানে লাগে। আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলিতেও।  দোকানগুলিতে ত্রিপলের ছাউনি থাকার ফলে দ্রুত তা ছড়িয়ে পড়ে বড় আকার ধারণ করে। 

    আতশবাজি থেকে এই আগুন লেগেছে বলে অনুমান পুলিশের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলওয়ে পুলিশ এবং মগরাহাট থানার পুলিশ। স্থানীয় ব্যবসায়ীরা বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। ‌সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখা হয়েছে ডায়মন্ডহারবার লাইনের ট্রেন চলাচল।

    এ বিষয়ে শিয়ালদা ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মে এই আগুন নজরে আসে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়। স্থানীয় এবং রেলকর্মীরা মিলে আগুন নেভায়। বেলা ৩টে ২৫ নাগাদ ফের ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। ট্রেন চলাচলও শুরু হয়েছে।'
  • Link to this news (আজকাল)