খাস কলকাতায় যুবকের অস্বাভাবিক মৃত্যু, চারু মার্কেটের ভাড়াবাড়ি থেকে উদ্ধার নিথর দেহ...
আজকাল | ৩১ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। দক্ষিণ কলকাতায় বন্ধ ঘর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতা চারু মার্কেট থানা এলাকায়। ডিপিএস রোডের এক বহুতল আবাসনে বন্ধ ঘর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২২ বছর বয়সি যুবকের নাম, অবিনাশ বাউরি। তাঁর পরিবার থাকে আসানসোলে।
শনিবার সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ দক্ষিণ কলকাতার বহুতল আবাসনের প্রতিবেশীরা প্রথমে জানতে পেরে লোকাল থানায় খবর দেন। এরপর চারু মার্কেট থানার পুলিশ এসে দেখে, যুবক ঘরের ভেতর মাটিতে লুটিয়ে পড়ে আছে। সেখান থেকে তাঁকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, যুবক আসানসোল বরাকরের বাসিন্দা ছিলেন। দক্ষিণ কলকাতা চারু মার্কেট থানা এলাকায় যুবক একটি ওয়ালপেপারের দোকানে কাজ করতেন। ব্যবসার কারণে আসানসোল থেকে এখানে এসে থাকতেন বলে স্থানীয় সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, যুবক চারু মার্কেটের এই আবাসনে ভাড়া থাকতেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
বন্ধ ঘরে এভাবে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরেই জানা যাবে, এটি আত্মহত্যা নাকি খুন।