আজকাল ওয়েবডেস্ক: নিউটাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে নির্জন এলাকা থেকে এক টোটোচালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। দেহের পাশেই ছিল টোটো। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুশান্ত ঘোষ। তাঁর বাড়ি রাজারহাট রেকজোয়ানির মাজেরহাইট এলাকায়। এক মহিলা ও ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্তে রয়েছে ইকোপার্ক থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিউটাউন ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে নির্জন জায়গায় একটি টোটোর সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় চালককে। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে চিনারপার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই এই ব্যক্তির পরিচয় পাওয়া যায়। বাড়ির লোকদের খবর দেওয়া হলে সুশান্তর বাবা, স্ত্রী ও বোন ইকোপার্ক থানায় যান।
তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, গতকাল এক যুবক তাঁর বাড়িতে যান ফোন নম্বর নিতে। এবং বলেন রাম মন্দির থেকে ইকোপার্ক আসবে বলে রবিবার রাতে তাঁর টোটো গাড়িটি ভাড়া লাগবে। সেই মতো রবিবার রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বের হন সুশান্ত।
এর পাশাপাশি পরিবারের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। জানাজানি হতেই তিনি বাড়ি থেকে চলে যান। ওই মহিলার স্বামী একটি টোটো কেনেন। তার জন্য কয়েক হাজার টাকা ধার দেন সুশান্ত। তিনি ওই টাকা চাইছিলেন। সেই নিয়ে ঝামেলা হয় মহিলার স্বামীর সঙ্গে। পরিবারের অনুমান, ওই টাকা নিয়ে ঝামেলার কারণে খুন করা হয়েছে। লোক ভাড়া করে এই খুন করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মামনি ও গিরিশকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খুনের পিছনে কারণ কী, তা জানার চেষ্টা করছে পুলিশ। এর পাশাপাশি আর কেউ জড়িত আছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।