• দুর্নীতিবাজদের পাহাড় ছাড়া করার হুঁশিয়ারি দিয়ে পোস্টার দার্জিলিঙে
    আজ তক | ৩১ মার্চ ২০২৫
  • Darjeeling Tripartite Meeting: অজানা সংগঠনের নাম করে পাহাড়ে পোস্টার। পোস্টারে পাহাড় থেকে দুর্নীতিবাজদের হঠানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যা নিয়ে পাহাড়ে নতুন করে চর্চা ও জল্পনা শুরু হয়েছে। দুর্নাতিবাজ বলতে কাদের বোঝানো হয়েছে তা পরিষ্কার করে লেখা নেই পোস্টারে। তবে যেহেতু এই মুহূর্তে জিটিএ থেকে দার্জিলিং পুরসভা সবই অনিত থাপার নেতৃত্বাধীন বিজিপিএমই পাহাড়ে ক্ষমতায়, তাই তাদের উদ্দেশ্যেই এই হুঁশিয়ারি বলে মনে করা হচ্ছে।                                                                                                                                                                                                    ‘পাহাড় থেকে দুর্নীতিবাজদের উপড়ে ফেলা হবে’। এমন পোস্টার ঘিরে শোরগোল দার্জিলিংয়ের চকবাজারে। সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখা গিয়েছে, দার্জিলিং লিবারেশন টাইগার নামে কোনও এক সংগঠনের নাম করে এই পোস্টার সেঁটে দুর্নীতিবাজদের বিরুদ্ধে তোপ দাগা হয়েছে। সোমবার সকালে এই পোস্টার ঘিরে শোরগোল পড়ে যায় শৈলশহরে। যদিও রাজনৈতিক দলগুলির বক্তব্য, পাহাড়ে এমন কোনও সংগঠনের অস্তিত্ব নেই৷ কে বা কারা আতঙ্ক ছড়ানোর জন্য এমনটা করে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।                                                                                                                                                                                                                                                                                অনিত থাপার নেতৃত্বে পাহাড়ে ২০১৭ সাল থেকে শান্তির বাতাবরণ। আগে সঙ্গে ছিল বিনয় তামাং। কিন্তু তিনিও ২ বছর হল সঙ্গ ছেড়েছেন। এখন তিনি প্রায় একার হাতে পাহাড় সামলাচ্ছেন। রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে একে একে দখল করেছেন দার্জিলিং পুরসভা, একটি বিধানসভা ও জিটিএ। এখন তাঁদের পরিচালিত প্রশাসনের বিরুদ্ধে বিরোধীরা তোপ দেগেছেন। কিন্তু এটা কাদের কাজ তা জানার চেষ্টা করছে পুলিশ। পাহাড়ে অবশ্য পোস্টার রাজনীতি নতুন নয়। মাঝে মধ্যেই প্রকাশ্যে প্রতিবাদ করতে না পেরে, গোপনে হুমকি ও পোস্টার দেওয়ার চল রয়েছে।         

    কদিন আগেই পাহাড় সমস্যার সমাধান নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছে কেন্দ্র। বৈঠকে দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলের প্রতিনিধিদের পাশাপাশি রাজ্য সরকারকেও থাকতে আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছিলেন। দার্জিলিংয়ের  সাংসদ জানিয়েছেন, ২ এপ্রিল ২০২৫ তারিখে সকাল ১১ টায় দিল্লির নর্থ ব্লকে বৈঠক হবে বলে জানা গিয়েছে। 

    ২০০৯ সাল থেকে দার্জিলিং লোকসভা আসন ধরে রেখেছে বিজেপি। প্রতিবারই প্রতিশ্রুতি থাকে। কিন্তু ভোট মিটলে তা নিয়ে সমাধান সূত্র মেলেনি। লোকসভা নির্বাচনের সময় থেকেই দার্জিলিংয়ের সমস্যার রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি দিয়ে আসছে বিজেপি। প্রতিবারই দার্জিলিং লোকসভা আসনে বিজেপি জিতলেও রাজনৈতিক সমাধান নিয়ে কেন্দ্র কোনও উদ্যোগ না নেওয়ায় পাহাড়ের মানুষ ক্রমেই হতাশ হয়ে পড়েছেন। বিজেপির সহযোগী দলগুলোর মধ্যেও মাঝে মধ্যেই দেখা যাচ্ছে ক্ষোভের সুর। বিজেপির জোটসঙ্গী জিনএলএফও পরিস্থিতি বুঝে বেসুরো গেয়ে রেখেছে। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে আলোচনার দরজা খুলে কেন্দ্র পাহাড়বাসীকেই বার্তা দিতে চাইছে বলে মনে করা হচ্ছে। 


     
  • Link to this news (আজ তক)