• রাস্তার কুকুরদের থেকে শিশুদের কীভাবে বাঁচানো যায়? শিক্ষকদেরই দায়িত্ব দিল রাজ্য, বিতর্ক
    আজ তক | ৩১ মার্চ ২০২৫
  • স্কুলে পথকুকুরদের সমস্যা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিশেষ উদ্যোগ নিয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলে কুকুরের প্রবেশ ও আচরণ পর্যবেক্ষণ করা এবং ছাত্রছাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা। ​

    এই নির্দেশিকা অনুযায়ী, মিড ডে মিল রান্নার স্থানে কুকুরদের প্রবেশ রোধ করা, ছাত্রছাত্রীদের কুকুরদের উত্যক্ত না করতে সচেতন করা এবং কোনও কুকুর অস্বাভাবিক আচরণ করলে তা সামলানোর দায়িত্ব শিক্ষকদের উপর ন্যস্ত হয়েছে। ​


    তবে, শিক্ষকদের উপর এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল প্রশ্ন তুলেছেন, "শিক্ষা ছাড়া আর কী কী করতে হবে আমাদের?" অন্যান্য শিক্ষক সংগঠনগুলিও স্কুলের পরিকাঠামো ও নিরাপত্তা কর্মীর অভাবের কথা উল্লেখ করে এই নির্দেশিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ​


    শিক্ষকদের মতে, ছাত্রছাত্রীদের সুরক্ষা গুরুত্বপূর্ণ হলেও, এই সমস্যার সমাধানে স্কুল প্রশাসন ও সহকারী কর্মীদের সক্রিয় ভূমিকা নেওয়া উচিত। সরকারের উচিত স্কুলের পরিকাঠামো উন্নত করা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, যাতে শিক্ষকদের উপর অতিরিক্ত দায়িত্ব না পড়ে।

     
  • Link to this news (আজ তক)