খাস কলকাতায় টোটো চালকের রক্তাক্ত দেহ উদ্ধার। মৃতের নাম সুশান্ত ঘোষ। ১৪ নম্বর ট্যাঙ্কের কাছ থেকে দেহ উদ্ধার হয়। পাশেই মেলে টোটো। ঘটনার তদন্তে নেমে ওই টোটো চালকের পরকীয়া সম্পর্ক ছিল জানতে পেরেছে পুলিশ। ইতিমধ্যেই মৃতের প্রেমিকা ও তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
রাজারহাটের রিকজোয়ানি মাঝেরহাট পাড়ায় বাড়ি সুশান্ত ঘোষের। সোমবার ভোররাতে নিউটাউনে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। নিহতের পরিবার সূত্রে খবর, বাড়তি উপার্জনের আশায় মাঝে মাঝে রাতেও বাড়ি থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়তেন সুশান্ত। রবিবার রাতেও তাই করেন। তবে বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি আর ফেরেননি। এরপর ১৪ নম্বর ট্যাঙ্কের কাছ থেকে দেহ উদ্ধার হয়। তাঁকে চিনারপার্কের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সুশান্তকে প্রথমে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। তারপর ভারী কোনও কিছু দিয়ে আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যান তিনি। তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর প্রকৃত তথ্য সামনে আসবে।
একইসঙ্গে তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারছে, সুশান্ত দেনায় ডুবেছিলেন। সীমিত উপার্জন হওয়ায় তিনি চেষ্টা করেও দেনা পরিশোধ করতে পারেননি। তাঁর পরকীয়া সম্পর্ক ছিল। স্থানীয় সূত্রে খবর, এক মহিলার সঙ্গে প্রেম ছিল সুশান্তর। সেই মহিলার স্বামীকে টাকা ধার দিয়েছিলেন সুশান্ত। তবে সেই টাকা আর ফেরত পাননি। তা নিয়ে চরম অশান্তি হয়। পরিবারের অনুমান, সেই অশান্তির জেরেও খুন করা হতে থাকতে পারে সুশান্তকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃতের প্রেমিকা ও তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ।