কলকাতা: চৈত্রের গরমে নাভিঃশ্বাস উঠেছে শহর কলকাতার। চড়া রোদে চাঁদি ফাটার উপক্রম আমজনতার। তবে সোমবার সকালে কিছুটা স্বস্তি। গরম থাকলেও সকাল ১০ টার আগে পর্যন্ত শহরের আকাশ কোনও কোনও অংশে ছিল মেঘলা। তবে বেলা বাড়তেই রোদ চড়তে শুরু করেছে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, কলকাতায় আজ সোমবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ডিগ্রি ও ২৭ ডিগ্রি। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকলেও, গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি বেশি।বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মঙ্গলবারের পর থেকে শহর কলকাতার তাপমাত্রা ধীরে ধীরে নামতে পারে। তবে তাতে অবশ্য গরমের অস্বস্তির হাত থেকে খুব বেশি রেহাই পাওয়া যাবে না। আপাতত আগামী তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সুযোগ রয়েছে। তবে উত্তরবঙ্গ আগামী ৪-৫ দিন থাকবে শুকনো খটখটেই।