• 'হিন্দু হিন্দু ভাই ভাই, ২৬শে বিজেপিকে চাই', এবার পোস্টার দুর্গাপুরে! তুঙ্গে বিতর্ক...
    ২৪ ঘন্টা | ৩১ মার্চ ২০২৫
  • চিত্তরঞ্জন দাস: 'হিন্দু হিন্দু ভাই ভাই, ২৬শে বিজেপিকে চাই', রাতের অন্ধকারে এমনই ব্যানার পড়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের চন্ডীদাস বাজারে। সোমবার থেকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ক্ষমতা থাকলে দিনের আলোয় এই পোস্টার লাগিয়ে দেখাক বলে বিজেপিকে পালটা হুঁশিয়ারি তৃণমূলের। ওদিকে বিজেপির পালটা তোপ, অশান্তি লাগানোর চেষ্টা করছে তৃণমূল, তারই প্রতিবাদে এই আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ।

    দুর্গাপুরের চন্ডীদাস বাজারে 'হিন্দু হিন্দু ভাই ভাই, ২৬শে বিজেপিকে চাই' লেখা একাধিক ব্যানার দেখা যাচ্ছে। কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির তরফ থেকে এইরকমই পোস্টার এবং ব্যানার লাগাতে দেখা গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনই স্লোগান উঠেছে বিজেপির মিছিলে। যাকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় তৈরি হয়েছে। তবে দুর্গাপুরে চন্ডীদাস বাজারে কে বা কারা এই ব্যানার লাগালো তা এখনও যদিও ধোঁয়াশার মধ্যেই রয়েছে।

    জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলেন, "ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে তৃণমূল কংগ্রেসকে থামানো যায় না। ওরা যতই বলুক হিন্দু হিন্দু ভাই ভাই ২৬শে বিজেপিকে চায় , যদি ক্ষমতা থাকে তাহলে দিনের আলোয় এইসব ব্যানার দিয়ে দেখাক। তৃণমূল হিন্দু মুসলিম সহ সমস্ত জাতিকে সম্মান দেয়। আর বিজেপি ২৬শে হারবে জেনে এইসব কাজ করছে।"

    পালটা বিজেপির সাংগঠনিক জেলার সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "বিশেষ সম্প্রদায়ের মানুষকে গুরুত্ব দিয়ে অশান্তি লাগানোর চেষ্টা করছে তৃণমূল। তারই প্রতিবাদে সাধারণ মানুষ এই আন্দোলনে নেমেছে। আর সুজিত বাবুরা যে বলছেন প্রকাশ্য দিবালোকের কথা, ওনার যদি মনে হয় তাহলে আমরা কালকেই পাণ্ডবেশ্বর বিধানসভায় ওনার এলাকাতে গিয়ে এই পোস্টার লাগিয়ে দিয়ে আসব। সারা রাজ্যজুড়ে এই পোস্টার পড়ছে। মানুষ চাইছে ২০২৬-এ তৃণমূলকে বিদায় করতে।"

    জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, "বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেজন্যই হিন্দুরা সংঘবদ্ধ হয়েছে। তাই হিন্দু হিন্দু ভাই-ভাই ২৬শে বিজেপিকে চাই লেখা পোস্টার পড়ছে বাংলার সর্বত্রে। আর এখানেও সেই রকমই পোস্টার পড়েছে। তবে কে বা কারা দিয়েছে সেটা আমার জানা নেই।"

     

  • Link to this news (২৪ ঘন্টা)