• মালদহে বধূকে 'ধর্ষণে'র পর পলাতক তৃণমূল নেতা
    প্রতিদিন | ৩১ মার্চ ২০২৫
  • বাবুল হক, মালদহ: বাড়িতে ঢুকে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় অভিযুক্ত এক তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য। আক্রান্তের প্রতিবেশীরা অভিযুক্তকে পাকড়াও করে ফেলেছিলেন। পরে ওই নেতার অনুগামীরা ঘটনাস্থল থেকে ছাড়িয়ে নিয়ে যায়। ওই মহিলার পরিবারের সদস্যদের মারধরও করা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের গাজোলে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    জানা গিয়েছে, ঘটনাটি গতকাল রবিবার রাতের। মালদহের গাজোলের আলাল অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত সদস্য মাসুদুর রহমান। তিনি গতকাল রাত দশটা নাগাদ ওই মহিলার বাড়িতে ঢুকেছিলেন। নিজের ঘরে একাই ছিলেন ওই মহিলা। এরপরই ওই মহিলাকে ‘ধর্ষণ’ করা হয় বলে অভিযোগ। ওই গৃহবধূর চিৎকার শুনে তাঁর শ্বশুর, শাশুড়ি দেওর ছুটে আসেন। প্রতিবেশীরাও বাইরে বেরিয়ে পড়েছিলেন। বেগতিক দেখে অভিযুক্ত পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ওই বধূর পরিবার ও প্রতিবেশীরা তাঁকে ধরে ফেলেন।

    এদিকে সেই কথা জানার পরেই ওই পঞ্চায়েত সদস্য মাসুদুর রহমানের পরিবারের লোকজন ও অনুগামীরা সেখানে পৌঁছে যান। গৃহবধূর পরিবারের লোকজনদের ব্যাপক মারধর করা হয়! শুধু তাই নয়, অভিযুক্তকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। আক্রান্তরা রাতেই গাজোল হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। থানাতেও যাওয়ার পরিকল্পনা ছিল। সেসময় ফের তাঁদের উপর ওই নেতার অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ। ফের বেধড়ক মারধর করা হয়। পরে রাতে আক্রান্তরা হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। গাজোল থানাতেও গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

    এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের পর থেকেই ওই অভিযুক্ত নেতা পলাতক বলে খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজেও তল্লাশি চলছে। শারীরিক পরীক্ষার জন্য ওই গৃহধূকে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর জবানবন্দিও নেওয়া হবে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)