ইদের দুপুরে মগরাহাট স্টেশনে ভয়াবহ আগুন, শিয়ালদহের দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল
প্রতিদিন | ৩১ মার্চ ২০২৫
সুব্রত বিশ্বাস ও সুরজিৎ দেব: ইদের দুপুরে মগরাহাট স্টেশনে অগ্নিকাণ্ড। পুড়ে ছাই স্টেশনের একাধিক দোকান। আগুনের ভয়াবহতার জেরে শিয়ালদহের দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ।
সোমবার দুপুরে, ইদের দিন স্বাভাবিকভাবেই ভিড় ছিল মগরাহাট স্টেশনে। সেই সময় আচমকা ৩ নম্বর প্ল্যাটফর্মের মোবাইল অবৈধ দোকানে আগুন ধরে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আশপাশের দোকানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভস্মীভূত হয়ে যায় সেগুলি। আগুনের ভয়াবহতা এতোটাই ছিল যে দূর থেকে আগুনের লেলিহান শিখা চোখে পড়ছিল। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়। এদিকে খবর যায় দমকলে। প্রায় একঘণ্টার চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এখনও ‘পকেট ফায়ার’ রয়েছে।
এদিকে আগুনের তাপ এতোটাই মারাত্মক ছিল যে আপ এবং ডাউন লাইনের তারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। দুপুর সাড়ে তিনটে পর্যন্ত তারে বিদ্যুৎ সংযোগ ছিল না। ফলে শিয়ালদহের দক্ষিণ শাখা অর্থাৎ ডায়মন্ড হারবার, বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। পুরোপুরি স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল। আপ ডায়মন্ড হারবার লোকাল ডায়মন্ড হারবার থেকে ছাড়লেও বাসুলডাঙা স্টেশনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বিকেল চারটে নাগাদ তারে বিদ্যুৎ সংযোগ ফিরলেও এই লাইনে এখনও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কিছুক্ষণের মধ্যে পরিষেবা চালু হবে বলে পূর্ব রেল সূত্রে খবর।
প্রাথমিকভাবে দমকলের অনুমান, আতশবাজি ফাটানোর সময় কোনওভাবে আগুনের ফুলকি গিয়ে কোনও একটি দোকানের ওই প্লাস্টিকের ছাউনিতে গিয়ে পড়ে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের প্লাস্টিকের ছাউনি দেওয়া দোকানঘরগুলিতে। রেল সূত্রে দাবি, স্টেশনে একাধিক অবৈধ দোকান রয়েছে। বারবার সেগুলি সরানোর কথা বললেও তা করা হচ্ছে না। এবার রেল উদ্যোগ নিয়ে এই প্ল্যাটফর্ম থেকে অবৈধ দোকানগুলি সরিয়ে দেবে বলেও খবর।