• মৈপীঠের দেবীপুরে 'আক্রান্ত' পুলিশ
    প্রতিদিন | ৩১ মার্চ ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ বিক্রি চলছিল এলাকায়! ওই এলাকার মহিলারা একজোট হয়ে সেই দোকানে হামলা চালান। অভিযুক্ত দোকানি বিশ্বজিৎ সাউকে মারধরও করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আক্রান্ত হল পুলিশও। রবিবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ কোস্টাল থানার দেবীপুর শনিরমোড় এলাকায়। মহিলাদের প্রবল বিক্ষোভের মুখেও পড়তে হয় পুলিশ কর্মীদের। অভিযুক্ত দোকানিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও চলে। পরে পরিস্থিতি আয়ত্বে আনতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার সকালেও এলাকায় যথেষ্ট চাপা উত্তেজনা আছে বলে খবর। মদ বিক্রি করা যাবে না। সাফ দাবি তুলেছেন মহিলারা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবীপুর শনিরমোড় এলাকায় মুদির দোকান চালান বিশ্বজিৎ সাউ। অভিযোগ, ওই দোকান থেকেই বেআইনিভাবে মদ বিক্রি করা হয়। এলাকার পুরুষরা দোকান থেকে নিত্যদিন মদ কেনেন। স্কুলের পড়ুয়াদের মধ্যেও মদ খাওয়ার চল দেখা দিয়েছে। রাস্তা-সহ মাঠ, জঙ্গল এলাকায় মদের আসর বসে। এমনই গুরুতর অভিযোগ মহিলাদের। মদ্যপ স্বামীদের হাতে তাঁদের মার খেতেও হয়। সেই অভিযোগ উঠেছে।

    উপায় না দেখে রবিবার রাতে এলাকার মহিলারা সমবেত হয়ে ওই দোকানে চড়াও হন। দোকান থেকে মদের বোতল বাইরে এনে ভাঙা হয়। অভিযুক্ত দোকানিকেও মারধর করা শুরু হয় বলে অভিযোগ। খবর পেয়ে কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দোকানিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। আর তাতেই যেন আগুনে ঘি পড়ে। অভিযুক্তকে নিয়ে যাওয়া যাবে না। তাঁদের হাতে ছেড়ে দিতে হবে। সেই দাবি ওঠে। পুলিশের হাত থেকে ওই দোকানিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই তাকে ধরে চলে মারধর! সেসময় আক্রান্ত হন কয়েকজন পুলিশকর্মীও। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভও চলতে থাকে।

    পুলিশ ওই এলাকায় দীর্ঘ সময় আটকে থাকে বলে অভিযোগ। পরে পুলিশকর্মীরা বিক্ষোভকারীদের সঙ্গে বেশ কিছু সময় কথা বলেন। দাবি মেনে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এরপরও ওই এলাকার পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয় বলে খবর। যদিও এদিনও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ধৃতকে আজ সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)