• রামনবমীর পোস্টার ঘিরে বিতর্ক শহরে, নরেন্দ্র মোদী–শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে
    হিন্দুস্তান টাইমস | ৩১ মার্চ ২০২৫
  • এবার নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার পড়ল কলকাতা শহর জুড়ে। ওই পোস্টারের নিচে লেখা, ‘‌রামনবমী পালন করুন’‌। এই পোস্টারে মুড়ে ফেলা হয়েছে কলকাতা। কলকাতা শহরের প্রত্যেকটি কোণায় দেওয়া হয়েছে ‘‌রামনবমী পালন করুন’‌ লেখা বিজেপির পোস্টার। আর এটা নিয়েই এখন তুমুল বিতর্ক দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার ছবি দিয়ে কেন এমন পোস্টার পড়ল?‌ উঠছে প্রশ্ন। কোনও একটি ধর্মের উৎসবকে সামনে রেখে এভাবে প্রচার করা রাজনীতিবিদের মানায় না বলেই অনেকের মত। তাও আবার বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতার ছবি দিয়ে। এটা সম্পূর্ণ ধর্মীয় মেরুকরণের চেষ্টা বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

    এদিকে আজ, সোমবার ইদ উৎসবে মেতে উঠেছে গোটা দেশ এবং বাংলা। সেখানে এই দিনে এমন পোস্টার শহরে ফেলা নিঃসন্দেহে বিতর্কের জন্ম দিয়েছে। তৃণমূল কংগ্রেস দাবি তুলেছে, সাম্প্রদায়িকতা ইস্যুকে সামনে নিয়ে আসতে চাইছে বিজেপি। তাই এমন পোস্টার দিয়ে বিভাজনের রাজনীতি করছে। যদিও বিজেপি এই অভিযোগ মানতে রাজি নয়। সুতরাং ইদের দিনে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। এই বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমে আজ বলেন, ‘‌এখন দেখছি, ওরা একটা নতুন ইস্যু তৈরি করছে। সেটা সাম্প্রদায়িকতার ইস্যু। কিন্তু এখন এটাতে খুব বেশি লাভ হবে না। এভাবে ভোট পাওয়া যায় না।’‌


    অন্যদিকে ২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায়। সেখানে হিন্দু ভোটকে এক জায়গায় আনতে চাইছে বিজেপি। তার উপর কদিন আগে শুভেন্দু অধিকারী দাবি করেন, তিনি হিন্দুদের ভোটে জিতেছেন। বাংলায় ক্ষমতায় এলে শাসকদলের সংখ্যালঘু বিধায়ক নেতাদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলা হবে। দিলীপ ঘোষ বলছেন, রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল হবে। তার উপর এমন পোস্টার সব মিলিয়ে একটা স্পষ্ট ধর্মীয় লাইন তুলে ধরা হচ্ছে। দু’‌দিন আগে রাজ্য পুলিশ সাংবাদিক বৈঠক করে সতর্ক করেন, কোনও একটি রাজনৈতিক দল শহরে উস্কানিমূলক পোস্টার ফেলতে পারে। তাতে মানুষ যেন পা না দেন। প্ররোচিত না হন।

    ঠিক দু’‌দিন পরেই সেটা মিলে গেল। এপ্রিল মাসের শুরুতেই রামনবমী। ওই রামনবমীর সময় পোস্টার পড়বে। অশান্তি তৈরি করার চেষ্টা হবে। তাই মানুষকে সচেতন থাকতে অনুরোধ করা হচ্ছে। এই কথা বলেছিলেন দুই দুঁদে আইপিএস অফিসার সুপ্রতিম সরকার এবং জাভেদ শামিম। আর সেটাই যেন আজ মিলে গেল। তবে বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য, ‘‌এটা কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি যদি কারও বিয়েতে যাই, তাহলে সেটা রাজনৈতিক অনুষ্ঠান হতে পারে না। আমাকে যদি ডাকে রামনবমীর মিছিলে হাঁটতে। তাহলে আমি অবশ্যই হাঁটব। একজন হিন্দু হিসাবে অবশ্যই হাঁটব। আমরা যে জয় শ্রী রাম বলি, এটা কোনও ধার্মিক স্লোগান নয়। ভুল করে ওরা।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)