‘বিজেপির লোকেরা ধর্মের চশমা খুলে দেখুন সারা দেশ সঙ্কটে রয়েছে’, তোপ অভিষেকের
হিন্দুস্তান টাইমস | ৩১ মার্চ ২০২৫
আজ খুশির ইদ। তাই সোমবার সকালে রিজওয়ানুর রহমানের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডে সকলকে শুভেচ্ছা জানিয়েই পার্ক সার্কাস চলে যান তাঁরা। লাল মসজিদ থেকে পায়ে হেঁটে যান তাঁরা সাদা মসজিদ পর্যন্ত। রিজওয়ানুর রহমানের বাড়িতে গিয়ে কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। তবে আজ সোমবার রেড রোড থেকে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সাধারণ মানুষকে সতর্ক করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডে নমাজের আয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দু’পাশে থাকা আমজনতাকে শুভেচ্ছা জানান তাঁরা। রিজওয়ানুরের বাড়িতে পৌঁছে মুখ্যমন্ত্রী রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করেন। তার আগে রেড রোডের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ডায়মন্ডহারবারের সাংসদের কণ্ঠে উঠে আসে বিজেপির ষড়যন্ত্রের কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সতর্ক করে বলেন, ‘আগুন নিয়ে খেলা করে যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তাদের কোনও ষড়যন্ত্রে পা দেবেন না।’
সামনে রামনবমী। তখন বিজেপি আগের মতো এবারও অশান্তি তৈরি করতে পারে। তার জন্যই বাংলার মানুষকে সতর্ক করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইদের দিনকে বেছে নিয়েই সেই বার্তা দিয়েছেন তিনি। আর তোপ দেগেছেন বিজেপির বিরুদ্ধে। এই ধর্ম নিয়ে রাজনীতি করা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘এখানে বিজেপি ১৮টি আসনে জিতেছিল। কিন্তু এখন বাংলা মানুষ তাদের ৬টি আসনে হারিয়ে দিয়েছে। বিজেপির লোকেরা ধর্মের চশমা খুলে দেখুন সারা দেশ সঙ্কটে রয়েছে।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
২০০৭ সালে রিজওয়ানুর রহমানের মৃত্যু হয়েছিল। বামফ্রন্ট সরকার এবং তাদের পুলিশ জড়িয়ে পড়েছিল এই মৃত্যুর ঘটনায়। আর তা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য–রাজনীতি। তখন থেকেই এই পরিবারের সঙ্গে জড়িত মমতা বন্দ্যোপাধ্যায়। রিজওয়ানুর রহমানের দাদা রুকবানুর রহমান এখন চাপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক। তাঁর পরিবারের খবর নিয়মিত রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রিজওয়ানুরের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবারও গেলেন। বার্তা দিলেন—সর্বধর্ম সমন্বয়ের।