• খেলার মাঠেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, আধলা ইট পড়তে শুরু করল এ দিক ও দিক
    এই সময় | ৩১ মার্চ ২০২৫
  • ইদের সকালে এলাকায় খেলার আয়োজন করা হয়েছিল। সেই খেলাকে সামনে রেখেই হুলস্থুল বীরভূমের সিউড়িতে। নাম জড়াল তৃণমূলের দুই গোষ্ঠীর। সোমবার সিউড়ির কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে। ইটবৃষ্টি, বাঁশ দিয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে এলাকায়। অভিযোগের আঙুল, স্থানীয় পঞ্চায়েত সদস্য রওশনারা বিবি ও শেখ দিলীপ নামে এক তৃণমূল কর্মীর অনুগামীদের দিকে। তবে এই ঝামেলা গ্রামস্তরের নেতাদের ঝামেলা নয় বলেই দাবি দলেরই একাংশের। মাস দু’য়েক আগে ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতির ঝামেলার সূত্রপাত। স্থানীয় সূত্রে খবর, ব্লক সভাপতি নুরুল ইসলাম কাজল শেখের অনুগামী, কেন্দুয়ার অঞ্চল সভাপতি জালালউদ্দিন শেখ আবার অনুব্রত মণ্ডল অনুগামী।

    স্থানীয় সূত্রে খবর, রওশনারা বিবি সিউড়ি-২ ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামী। রওশনারার অভিযোগ, ইদের সকালে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ফিরছিলেন। রাস্তা দিয়ে আসার সময় একদল যুবক তাঁকে লক্ষ্য করে এমন ভাবে ইট ছোড়ে যে তাঁর পা ফেটে যায়। এমনকী, তাঁকে ধাক্কা দিয়ে তাঁর হাতের চুড়ি ভেঙে দেওয়া হয়। রওশনারা বলেন, ‘৪-৫ জন মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এখানে খেলার দায়িত্বে যারা ছিল, সকলেই মদ্যপ অবস্থায় ছিল।’

    যদিও পঞ্চায়েত সদস্যর বিরোধী গোষ্ঠী বলে এলাকায় পরিচিত মির্জা আলম বাদশা, আনাই বিবিদের পাল্টা অভিযোগ, রওশনারা, নুরুল ইসলামের অনুগামী হিসাবে পরিচিত শেখ দিলীপ নামে এক ব্যক্তির মদতে এই ঝামেলা হয়েছে। দিলীপই দলে গুরুত্ব না পেয়ে এই অশান্তি করেছে বলে অভিযোগ মির্জা, আনাইদের।

    আনাই বিবির কথায়, ‘খেলা হচ্ছিল মাঠে। হঠাৎ ঝামেলা শুরু হয়। ইট ছোড়াছুড়ি করতে থাকে দিলীপের লোকজন। আমার ছেলে বাঁকুড়ায় থাকে, বাড়িতে এসেছিল। ওকে পর্যন্ত মেরেছে।’ একই অভিযোগ মির্জা আলম বাদশারও।

    মির্জা আলম জানান, ২০-২৫ বছর ধরে এই গ্রামে ইদের সময় খেলা হয়। দিলীপ যে হেতু কোণ ঠাসা, সেই রাগে ও এলাকায় অশান্তি করল। এর আগেও করেছে। দিলীপের মদতে ইদের সকালে ১০-১২ জন মদ্যপ এসে এলাকায় অশান্তি করল। শেখ বাদশা নামে আরও এক স্থানীয় তৃণমূল কর্মীর দাবি, ‘দিলীপকে কেউ মানতে চায় না। তাই ১০-১২ জন ছেলেকে নিয়ে বার বার গ্রামে ঝামেলা করে।’

    যদিও দিলীপের ছেলের বউ সামেলা খাতুনের দাবি, মারামারি করতেই এই খেলার আয়োজন করেছিল। ওরাই মারধর করে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তাঁর বক্তব্য, দিলীপের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রমাণ করুক। তা পারছে না বলেই মিথ্যা কথা বলছে।

  • Link to this news (এই সময়)