• কানে ইয়ারপড, শুনতেই পেল না হুইসেল, ছাত্রীকে ধাক্কা টয় ট্রেনের
    এই সময় | ০১ এপ্রিল ২০২৫
  • কানে ইয়ারপড লাগানো অবস্থায় পথ চলতে গিয়েই বিপত্তি? কার্শিয়াঙে টয় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক নবম শ্রেণির ছাত্রী। আহত পড়ুয়ার নাম রোশনি রাই (১৫)। ছাত্রীটিকে প্রথমে কার্শিয়াং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। 

    জানা গিয়েছে, জখম ছাত্রী কার্শিয়াং সেন্ট জোসেফ স্কুল ফর গার্লসের ছাত্রী। এদিন ইদ উপলক্ষে স্কুলে ছুটি ছিল। ছাত্রীটি বাজারে কেনাকাটা করতে এসেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। কার্শিয়াং বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। টয় ট্রেনটি দার্জিলিং থেকে এনজেপি যাচ্ছিল। লাইনের পাশে ছাত্রীটিকে বিপজ্জনক ভাবে হাঁটতে দেখে চালক হুইসেল বাজান বলেও জানা গিয়েছে।

    ট্রেনের ধাক্কায় ছাত্রীটি লাইনের পাশেই পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। কার্শিয়াং হাসপাতালে নিয়ে গিয়ে ছাত্রীটির প্রাথমিক চিকিৎসা করার পর উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠানো হয়।

    উল্লেখ্য, ২০২৪ সালে কার্শিয়াঙে টয় ট্রেনের ধাক্কায় সূর্য রাউত নাম এক যুবকের মৃত্যু হয়েছিল। কার্শিয়াং স্টেশনে ট্রেনটি ঢোকার সময়ে লাইন পারাপার করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় ওই যুবক। 

  • Link to this news (এই সময়)