• আসানসোলে বাড়ির নতুন নির্মিত জলাধারে কাজ করতে নেমে প্রাণ হারালেন দুই শ্রমিক
    আনন্দবাজার | ৩১ মার্চ ২০২৫
  • বাড়িতে মাটির নীচে নতুন জলাধার নির্মাণ করা হয়েছিল। সেই জলাধারে সোমবার কাজ করতে নেমে মৃত্যু হল দুই নির্মাণকর্মীর। আসানসোলের হিরাপুর থানা এলাকার ঘটনা। দমকল কর্মীরা এসে দু’জনকে উদ্ধার করে কাছের জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হীরাপুর থানা এলাকায় নতুন একটি বাড়ি তৈরি হচ্ছিল। ওই বাড়ির লাগোয়া জমিতে একটি জলাধার নির্মাণ করা হয়। দিন কয়েক আগে সেই জলাধারের ভিতরে ঢালাই হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ওই ঢালাইয়ের পাটাতন খুলতে জলাধারের ভিতরে নেমেছিলেন দু’জন কর্মী। বেশ কিছু ক্ষণ কেটে গেলেও দু’জনের সাড়াশব্দ পাননি বাড়ির লোকজন। তাঁরা চিৎকার শুরু করেন। তা শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোলের দমকল বাহিনী।

    দমকলকর্মীরা জলাধারে নেমে দুই শ্রমিককে উদ্ধার করেন। তাঁদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক এবং দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, জলাধারটি কয়েক দিন বন্ধ থাকায় তার মধ্যে গ্যাস জমে। সেই গ্যাসেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের।
  • Link to this news (আনন্দবাজার)