• পর পর বিস্ফোরণ, জতুগৃহ দক্ষিণ ২৪ পরগনার গ্রামে, একই বাড়ির পাঁচ সদস্যের মৃত্যুর আশঙ্কা! উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ
    আনন্দবাজার | ৩১ মার্চ ২০২৫
  • পর পর বিকট শব্দে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার ঘেরি এলাকা। কিছু ক্ষণ বাদেই দেখা গেল লেলিহান শিখা। বাড়িতে অগ্নিকাণ্ডে পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর আশঙ্কা। জখম হয়েছেন বেশ কয়েক জন। সোমবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। আগুন নেভানোর চেষ্টায় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।

    স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায়। তার কিছু ক্ষণ বাদে স্থানীয় বাসিন্দারা দেখতে পান আগুনের গ্রাসে একটি বাড়ি। শুরু হয় হইচই। আগুন নেভানোর চেষ্টার মধ্যে আবার কয়েকটি বিস্ফোরণের শব্দ ভেসে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয় আগুন নেভানোর কাজ।

    সেই সঙ্গে বাড়ির ভিতরে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা। যদিও পুলিশের একটি সূত্রে জানা যাচ্ছে, পাঁচ জনের মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের একাংশের অনুমান, বাড়িতে বাজি মজুত করা হয়েছিল। সেখান থেকে এই অগ্নিকাণ্ড। তাঁরা জানাচ্ছেন, বাসন্তী পুজো উপলক্ষে ওই বাড়িতে বাজি তৈরি করা হচ্ছিল। রাত সাড়ে ৯টা নাগাদ সেখান থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। কিছু ক্ষণের মধ্যে পুরো বাড়িটি আগুনের গ্রাসে চলে যায়। আবার অনেকে বলছেন, রান্নার সিলিন্ডার ফেটে দুর্ঘটনা হয়েছে। তবে পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানার দাবি, ‘‘বাজি তৈরি সময় হঠাৎ বিস্ফোরণ ঘটেছে। পুরো বাড়িতে আগুন ধরে গিয়েছে। ওই বাড়ির ভিতরে আরও কিছু জন থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলে ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।’’

    পুলিশ অবশ্য এখনই দুর্ঘটনার কারণ নির্দিষ্ট করে বলছে না। আপাতত আগুন নেভানোর চেষ্টার সঙ্গে সঙ্গে চলছে উদ্ধারকাজ।
  • Link to this news (আনন্দবাজার)