এক মাস আগেই মুণ্ডহীন দেহ উদ্ধার, দিনহাটার সেই পুকুরপাড়ে পড়ে খুলি-হাড়, বস্তা খুলে চমকে উঠল পুলিশ
আজকাল | ০১ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কোচবিহারের দিনহাটায় পুকুরের ধার থেকে উদ্ধার হল মাথার খুলি ও হাড়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার ঘটনাটি ঘটেছে বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের রাখালমারী এলাকার একটি পুকুরপাড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ। সেখান থেকে বস্তা সহ মাথার খুলি ও হাড় উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এর আগেও একই জায়গায় মিলেছিল এক ব্যক্তির মুণ্ডহীন দেহাংশ। তবে এই খুলি ও হাড় একই ব্যক্তির কিনা তা নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে দিনহাটায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের রাখালমারী এলাকার মিঠুন দেবনাথের পুকুরের ধার থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার হয়েছে। এদিন স্থানীয়রা পুকুরপাড়ে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন। বিষয়টি মিঠুন দেবনাথকে জানানো হলে, তিনি এসে বস্তাটি খুলে কিছু হাড় ও মাথার খুলি দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে চলে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ। বস্তা সমেত বাজেয়াপ্ত করে হাড় ও মাথার খুলি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এক মাস আগেও ওই একই পুকুর থেকে বেশ কিছু হাড় পাওয়া গিয়েছিল। তবে সেগুলো মানুষের কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। বারবার এমন ঘটনা ঘটায় ভয় পাচ্ছেন এলাকার লোকজন। এলাকায় কড়া পুলিশি নজরদারির দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এবিষয়ে পুলিশ জানিয়েছে, এর আগে এই পুকুরেই একটি পচাগলা মৃতদেহ পাওয়া গিয়েছিল। এবার উদ্ধার হওয়া দেহাংশ সেই মৃতদেহেরই অংশ বলে সন্দেহ করা হচ্ছে। তদন্ত চলছে এবং ফরেন্সিক পরীক্ষার জন্য উদ্ধারকৃত অংশ পাঠানো হয়েছে।