• ঈদ না বড়দিনের উৎসব!‌ হুগলিতে না এলে বোঝা মুশকিল
    আজকাল | ০১ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ এ যেন বড়দিনের আগে সেজে ওঠা পার্ক স্ট্রিট। 

    ঈদ উপলক্ষে আলো দিয়ে সাজিয়ে তোলা হল হুগলি ইমামবাড়া চত্বর। যেমনটা বড়দিনের সময় সাজিয়ে তোলা হয় পার্ক স্ট্রিট এলেনপার্ক এলাকা।

     হুগলি ইমামবাড়া এলাকায় সংখ্যালঘু মানুষের পাশাপাশি হিন্দুদেরও বাস। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকেন। দুর্গা পুজোয় সবাই যেমন সামিল হন। তেমনি ঈদ পালন করেন।

     এবছরই প্রথম স্থানীয়রা ইমামবাড়ার সামনের রাস্তা আলো দিয়ে সাজানোর ব্যবস্থা করেন। আগামী বার চকবাজার থেকে ঘোলঘাট পর্যন্ত গোটা রাস্তাতেই চন্দননগরের আলো দিয়ে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। 

    ঈদ উপলক্ষে তিনদিন ধরে চলবে উৎসব। আলোক মালাও থাকবে তিনদিন। খুশির ঈদ সবার জীবনে আলোয় ভরিয়ে তুলুক চাইছেন উদ্যোক্তারা।

     
  • Link to this news (আজকাল)