আজকাল ওয়েবডেস্ক: ঈদের আনন্দে যখন সকলে মাতোয়ারা সেই সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার সকালে শোকের ছায়া নেমে এল মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার অন্তর্গত দুর্গানগর এবং তার আশেপাশের এলাকায়। সোমবার সকালে পবিত্র নামাজ পাঠের শেষে দৌলতাবাদের দুর্গানগর, নরনারায়নপুর, অভিরামপুর, দেবীপুর, গোপীনাথপুর, পোলেপাড়া ও দাদপুরের মাঝামাঝি অবস্থিত একটি বিশাল চাষের জমিতে কেউ বা কারা গমের বিচালিতে মধ্যে আগুন লাগিয়ে দিলে দ্রুত সেই আগুন আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এলাকাবাসী জল দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করলেও হাওয়ার বেগে সেই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় বহু কৃষকের বিঘার পর বিঘা জমির ফসল।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে তা দুর্গানগর কবরস্থানের জমিতে ছড়িয়ে পড়ে। যদিও সেখানে বড় কোনও ক্ষতি হওয়ার আগে গ্রামবাসীরা জল ঢেলে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ভয়াবহতায় বহু কৃষকের গম, পটল, মুসুরি, তিল, ভুট্টা-সহ বহু ফসল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। ঈদের দিনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় এক কৃষক হাবিবুর রহমান বলেন, ''আমরা মাসের পর মাস মাঠে পড়ে থেকে এই ফসল উৎপাদন করেছিলাম। কিন্তু কিছু লোকের অসাবধানতায় আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেল।'' টিঙ্কু শেখ নামে অপর এক চাষি বলেন, ''প্রায় ১০ বিঘা জমিতে আমি গম চাষ করেছিলাম। দু-একদিনের মধ্যেই সেই গম কেটে নেওয়ার কথা ছিল। কিন্তু আজকের আগুনের সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। সরকারের তরফ থেকে আমাদের ক্ষতিপূরণ না দেওয়া হলে পরিবার নিয়ে না খেতে পেয়ে মরব।''