ঈদের ছুটিতে বাড়ি ফেরা হল না, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু সেনাকর্মীর...
আজকাল | ০১ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ঈদের ছুটিতে ট্রেনে চেপে বাড়ি ফেরার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল মালদার বাসিন্দা এক সেনাকর্মীর। জানা গিয়েছে, তিনি রাজস্থানে কর্মরত ছিলেন। ঈদের আগে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু তার আগেই মর্মান্তিক মৃত্যু ঘটেছে তাঁর। সোমবার ঈদের দিন মালদার বাড়িতে ফিরেছে তাঁর কফিনবন্দী দেহ। কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার। ঘটনাটি ঘটেছে, মালদার রতুয়া বাহারাল রাধানগর গ্রামে।
জানা গিয়েছে, মৃত ওই সেনাকর্মীর নাম মাহাবুল হক। কাজের সূত্রে রাজস্থানে থাকতেন তিনি। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। কিন্তু ট্রেনে করে বাড়ি ফেরার সময় মাঝরাস্তায় চলন্ত ট্রেন থেকে পড়ে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। মৃত সেনাকর্মীকে শেষ দেখা দেখতে হাজারও মানুষের ভিড় উপচে পড়ে। ভারাক্রান্ত মনে মৃত সেনাকর্মীকে শেষ বিদায় জানান গ্রামবাসীরা। সেনা বাহিনীর পক্ষ থেকে গান সালুট দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।