• কটেজ থেকেই দেখা যায় হাতি, গন্ডার, বাইসন; দীর্ঘদিন পর খুলছে ডুয়ার্সের এই জঙ্গল ক্যাম্প
    আজ তক | ০১ এপ্রিল ২০২৫
  • ফের মূলস্রোতে ফিরছে গরুমারার নেওড়া জঙ্গল ক্যাম্প। বন্ধ হওয়ার আগে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র ছিল এই ক্যাম্প।দীর্ঘদিন সেটি সংস্কারের অভাবে বেহল দশায় পড়েছিল। এবার সেটিকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে বন দফতর।

    ফলে ডুয়ার্সে ঘুরতে যাওয়ার আরও একটি নতুন কেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত হয়ে গেল। জলপাইগুড়ির লাটাগুড়ির জঙ্গলের নেওড়া জঙ্গল ক্যাম্প পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। লাটাগুড়ি রেঞ্জের নেওড়া নদীর পাশেই রয়েছে এই জঙ্গল ক্যাম্প। লাটাগুড়ি রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত সংবাদমাধ্যমকে জানান, ‘ইনস্পেকশন বাংলোর ভেতরেও আধুনিক সুযোগসুবিধার পাশাপাশি চারপাশ রং করে সাজিয়ে তোলা হবে।’

    বিনোদনের কী বন্দোবস্ত? 

    এখানে পর্যটকদের জন্য রয়েছে তিনটি কটেজ। তাছাড়া একটি ইনস্পেকশন বাংলোও রয়েছে। দীর্ঘদিন ধরেই এই ইনস্পেকশন বাংলোটির দশা বেহাল। এখান থেকে পর্যটকরা কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখতে পাবেন। ভাগ্য সহায় থাকলে হাতি, গন্ডার, বাইসনের দেখাও মেলে সহজে।

    তবে এতদিন ক্যাম্পটি বেহাল থাকায় সেটির গরিমা অনেকটাই ফিকে হচ্ছিল। পর্যটনের কথা ভেবে সেটি সংস্কার শুরু হয়েছে। মেরামতির কাজ চলায় এক মাস ধরে ক্যাম্পটি বন্ধ রয়েছে। যে কাজে কয়েক লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে। বন দপ্তরের দাবি, এই কাজগুলো সম্পূর্ণ হলে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই ক্যাম্প।এই ক্যাম্পের যে অংশগুলি বেহাল হয়ে পড়েছিল সেটি সংস্কারের পাশাপাশি একটি নতুন রিসেপশন রুম ও গাড়িচালকদের থাকার জন্য একটি ঘর তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে বন দফতর।
  • Link to this news (আজ তক)