• ফের বাজি কারখানায় বিস্ফোরণ! আগুনে ঝলসে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, এবার...
    ২৪ ঘন্টা | ০১ এপ্রিল ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন! ৪-৫ জনের মৃত্যুর আশঙ্কা। যুদ্ধকালীন তত্‍পরতায় চলছে উদ্ধার কাজ। এবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়।

    স্থানীয় সূত্রের খবর,  ঢোলাহাট থানা এলাকায় একটি বাড়িতে বাজি তৈরি করা হত। আজ, সোমবার সন্ধ্যায় সেই বাড়িতে হঠাত্‍ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুন লেগে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। শেষ খবর অনুযায়ী, বাড়িটিতে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল ও পুলিস।  স্থানীয়দের দাবি, যে ঘরে বিস্ফোরণে হয়েছে, সেই ঘরে বেশ কয়েকজন ছিলেন। বিস্ফোরণের তাঁরা সকলেই প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকা চাঞ্চল্য।

    এদিকে  গত বছর মে মাসে পূর্ব মেদিনীপুরের এগারার খাদিকুলে এক বাজি কারখানায় আগুন লেগে যায়। মৃ্ত্যু হয় ১১ জনের।  ওই ঘটনায় তোলপাড় হয় রাজ্য। এগরার ঘটনায় পর মুখ্য়মন্ত্রী বাজি কারখানার উপর নজরদারির কথা বলেছিলেন। তারপর ২১ মে ২০২৪ সালে মহেশতলায় এক বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের একটি বাজি কারখানায় বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু ঘটে। বিস্ফোরণ ঘটে কোলাঘাটেও। কোথাও বাজি তৈরি করতে গিয়ে, কোথাও দুর্ঘটনার জেরে বিস্ফোরণ ঘটে।

  • Link to this news (২৪ ঘন্টা)