• দাবদাহ থেকে দ্রুত মুক্তি! ধেয়ে আসছে তুমুল বৃষ্টি, সুখবর হাওয়া অফিসের...
    ২৪ ঘন্টা | ০১ এপ্রিল ২০২৫
  • অয়ন ঘোষাল: গরমে হাঁসফাঁস শহরবাসীর। বাড়ছে তাপমাত্রার পারদ। তবে এবার কিছুটা হলেও আশার বানী শোনালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য। 

    ছত্রিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বলয় অক্ষরেখা। এই অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প সোমবার সকাল থেকেই হুহু করে ঢুকতে শুরু করেছে রাজ্যে। প্রায় সমান্তরালভাবে আরো একটি ঘুনাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এর প্রভাবে আরো বেশি বেশি করে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ওড়িশা ঝাড়খন্ড এবং বাংলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে।

    দাবদাহ থেকে সাময়িক মুক্তি। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ বেশ কিছু জেলাতে ইতিমধ্যেই অনেকটা কমেছে। আরো কমবে। পশ্চিমের কিছু জেলায় প্রায় একই রকম থাকবে তাপমাত্রা। তবে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। তাতেই অস্বস্তি বাড়বে আজ থেকেই। অস্বস্তি যত বাড়বে তত বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা।

    বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার থেকে। বুধবার পশ্চিমের ৩-৪ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা। ক্রমশ উপকূল ও পশ্চিমের জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। থাকবে বজ্রপাতের আশঙ্কা। 

    উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী ৪/৫ দিন। মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কিছুটা বাড়বে দিনের তাপমাত্রা।

  • Link to this news (২৪ ঘন্টা)