পিয়ালী মিত্র: সময় লাগল একদিন! গ্রেফতার অভিযুক্ত। ধৃতের দাবি, টাকা নিয়ে গন্ডগোল হয়েছিল। চারু মার্কেটে যুবককে খুনের কিনারা করে ফেলল পুলিস।
পুলিস সূত্রে খবর, অভিযুক্ত নাম সাদ্দাম আলাম। বাড়ি, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার মল্লিকপুরে। কলকাতার কড়েয়াতে আস্তানা ছিল তাঁর। আজ, সোমবার মল্লিকপুর থেকে গ্রেফতার করা হয় সাদ্দামকে। বিভিন্ন ক্যাটারিং সংস্থায় ওয়েটার হিসেব কাজ করে সে। নিহত যুবকের সঙ্গে আলাপ হয়েছিল সমপ্রেমীদের জন্য তৈরি ডেটিং অ্যাপে। ঘটনার দিন অর্থাত্ শনিবার বাড়ির পরিচারিকাকে দিয়ে সাদ্দামকে ডেকে পাঠিয়েছিলেন নিহত যুবকই। এরপর খুন হয়ে যান তিনি।
ধৃতের দাবি, পাঁচ হাজার টাকায় নিহত যুবকের শারীরিক সম্পর্কে লিপ্ত হতে রাজি হয়েছিলেন। কিন্তু যখন সেই টাকা দিতে অস্বীকার করেন তিনি, তখন দু'জনের মধ্যে বচসা শুরু হয়। নিহত যুবকই নাকি প্রথম আক্রমণ করেছিলেন! এরপর রাগের মাথায় রান্নার ঘর থেকে ছুরি এনে খুন করে পালিয়ে যায় অভিযুক্ত।
পুলিস সূত্রের খবর, মৃতের নাম অবিনাশ বারুই। বাড়ি, আসানসোলে। গত দু'বছর ধরে চারু মার্কেট থানার দেশপ্রাণ শাসমল রোডে একটি ফ্ল্যাট থাকতেন তিনি। গত শনিবার বিকেলে ওই ফ্ল্যাটে দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে আসতে দেখেন অন্য আবাসিকরা। তাঁদের দাবি, ফ্ল্য়াটের দরজা ভিতর ও বাইরে দু'দিন থেকে লক করা ছিল। খবর দেওয়া হয় থানায়। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।