• মিড ডে মিলের রান্নাঘরে কুকুর! শিক্ষকদের সতর্ক থাকার নির্দেশ শিক্ষাদপ্তরের
    প্রতিদিন | ০১ এপ্রিল ২০২৫
  • ধীমান রক্ষিত: মিড ডে মিলের রান্নাঘরে কুকুর! শিক্ষকদের সতর্ক থাকার নির্দেশ শিক্ষাদপ্তরের। মিড ডে মিলের রান্নাঘরের আশপাশে ঘোরাফেরা করছে রাস্তার কুকুর! কোনও কোনও ক্ষেত্রে পাহারা, সতর্ক নজরদারি না থাকায় কুকুর রান্নাঘরে ঢুকে পড়ে মুখ দিচ্ছে মিড ডে মিলের খাবারে। না জেনে সেই খাবার খেয়ে বিষক্রিয়া হচ্ছে পড়ুয়াদের। স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষাদপ্তরের আধিকারিকদের বিষয়টি নজরে আসার পর স্কুলগুলিকে কড়া নির্দেশ পাঠানো হয়েছে যে, মিড ডে মিলের রান্নাঘরে পথকুকুর যাতে কোনওভাবে ঢুকতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। শিক্ষাদপ্তরের কাছে এ ব্যাপারে রিপোর্টও জমা পড়েছে।

    দপ্তরের পাঠানো কড়া বার্তায় মিড ডে মিলের খাবারের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে। মিড ডে মিল সহ স্কুল পড়ুয়াদের পথকুকুর থেকে সতর্ক থাকার কয়েকটি পদক্ষেপ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। মিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পড়ুয়ারা যাতে রাস্তার কুকুরদের ঢিল ছুড়ে বা অন্য কোনও ভাবে উত্যক্ত না করে, সেই বিষয়ে তাদের সচেতন করবেন শিক্ষকেরা। এমনকি কোনও কুকুর অস্বাভাবিক আচরণ করছে কিনা বা স্কুলে ঢুকছে কিনা, সেই বিষয়টিও সামলাতে হবে তাঁদেরই।

    ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস’র সুপারিশে উল্লিখিত নির্দেশিকাগুলি পড়ুয়াদের সুরক্ষার জন্য জারি করা হয়েছে। যদিও শিক্ষক মহল এহেন নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছে। শিক্ষকরা জানাচ্ছেন, অনেক জেলার স্কুলগুলিতে পাঁচিল নেই কিংবা স্কুলের গেটে দারোয়ানও মোতায়েন করা নেই। গ্রামাঞ্চলের প্রাথমিক স্কুলগুলিতে ক্লাস চলাকালীন কুকুর, গরু চরে বেড়াতে দেখা যায়। সে ক্ষেত্রে শিক্ষকদের কাঁধে এত দায়িত্বে কেন দেওয়া হচ্ছে এবং এভাবে সমস্যা সমাধান সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে শিক্ষামহলের একাংশ।
  • Link to this news (প্রতিদিন)