• ‘কেন লড়াইয়ের সময় ঘুমোন?’ অক্সফোর্ড ইস্যুতে চুপ থাকায় দেবাংশুর নিশানায় তৃণমূলের কারা?
    প্রতিদিন | ০১ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন বিক্ষোভ দেখিয়েছিল বাম-অতি বাম এবং রাম সমর্থকরা। তা নিয়ে তৃণমূল নেতৃত্বের একাংশ চুপ রয়েছে বলে অভিযোগ করেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার একই সুর শোনা গেল তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের গলাতেও। ফেসবুকে তিনি লিখলেন, ‘জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের কাছে অনুরোধ, দয়া করে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন। লড়াইয়ের সময় পড়ে পড়ে ঘুমোন কেন?’ আর দেবাংশুর আবেদনকে সমর্থন করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষও।
  • Link to this news (প্রতিদিন)