• রাতারাতি বদলে গেল জীবন, আটপৌরে ভারতী এখন কোটিপতি
    এই সময় | ০১ এপ্রিল ২০২৫
  • ৬০ টাকার লটারি বদলে দিল জীবন। রাতারাতি ফালাকাটার গৃহবধূ ভারতী বর্মন কোটিপতি। রবিবার সন্ধ্যা পর্যন্ত বাড়িতে অভাবের ছায়া থাকলেও রাত গড়ানোর আগেই এসেছে সুখবর। তবে উদ্বেগে সারা রাত ঘুমোতে পারেননি ভারতী। কারণ, কোটি টাকা জেতা লটারির টিকিটটা যে তাঁর সঙ্গেই। দিনের আলো ফুটতেই নিরাপত্তার স্বার্থে ওই টিকিট নিয়ে বর্মন পরিবারের সদস্যরা হাজির হন জটেশ্বর পুলিশ ফাঁড়িতে।

    ফালাকাটা ব্লকের জটেশ্বর-২ গ্রামপঞ্চায়েতের কাঁঠালবাড়ির বাসিন্দা ভারতী বর্মনের পরিবার বলতে স্বামী জগদীশ বর্মন, ছেলে বিক্রম ও মেয়ে জয়শ্রী। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলেই সংসারে একমাত্র রোজগেরে। রাজমিস্ত্রির কাজ করে সংসার টানেন। কোনও মতে দিন কাটে তাঁদের। সেই সংসারে ভাগ্যলক্ষ্মী ভারতীর কোটি টাকা জেতার খবরে খুশির হাওয়া।

    ভারতী বর্মন বলেন, ‘দিনে দিনে অভাব জাঁকিয়ে জাঁকিয়ে বসেছে সংসারে। ছেলেটা খাটতে খাটতে হয়রান হয়ে যায়। আসলে ওঁর বাবার তো বয়স হয়েছে। আর আগের মতো খাটতে পারেন না। আমি ভাবলাম, লটারি কেটে অনেকের ভাগ্যের চাকা ঘোরে। আমিও একবার চেষ্টা করে দেখি। ৬০ টাকার টিকিটে যে এমন জয় আসবে ভাবিনি। এ বার সংসারটাকে সাজিয়ে নেব।’

    ছেলে-মেয়েও দারুণ খুশি মায়ের এই লটারি জেতার খবরে। বিক্রম জানান, ছেলেবেলা থেকে অভাবের সঙ্গে লড়াই করতে গিয়ে ঠিকঠাক ভাবে পড়াশোনাটাই করা হয়নি। তবু মা সব সময় সবটা দিয়ে আগলে রেখেছেন। মায়ের লড়াইও কম নয়। আজ মা লড়াইয়ের ফল পেলেন। সোমবার সকাল থেকেই পাড়া প্রতিবেশীরা ভিড় করছেন বাড়ির সামনে।

  • Link to this news (এই সময়)