• ইদের আনন্দ মুহূর্তে বিষাদ, শ্যালকের হাতে খুন জামাইবাবু
    এই সময় | ০১ এপ্রিল ২০২৫
  • ইদের আনন্দ মুহূর্তে বদলাল বিষাদে। সামান্য কথা কাটাকাটি থেকে খুনোখুনি! সোমবার হুগলির চক বাঁশবেড়িয়ার চুরি মহল্লায় এই ঘটনা ঘটে। ছুরির আঘাতে মৃত্যু হয় আক্রম হোসেন (২৬) নামে এক যুবকের। স্থানীয় সূত্রে খবর, জামাইবাবু আক্রম ওরফে বিট্টুর সঙ্গে ঝামেলা হচ্ছিল তাঁরই দুই শ্যালকের। অভিযোগ, সেই সময়ই শ্যালক রোহিত ও গুড্ডু বিট্টুকে ছুরির কোপ মারে।

    অভিযোগ, বাড়ির সামনেই ছুরির আঘাতে রক্তাক্ত হন বিট্টু। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। মৃত যুবক দিনমজুরের কাজ করতেন বলে জানা গিয়েছে। ঘটনার পর মগড়া থানার পুলিশ দুই অভিযুক্তকে আটক করে।

    পুলিশ সূত্রে খবর, এ দিন নেশা করেছিলেন অভিযুক্তরা। পুরোনো কোনও একটি ঘটনাকে সামনে রেখে অশান্তি শুরু হয়। তা থেকেই এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

    মৃত যুবকের বৌদি শাহানারা বেগম জানান, ইদ উপলক্ষে বিট্টুর দুই শ্যালক দিদির বাড়িতে এসেছিলেন। হঠাৎই অশান্তি থেকে এমন সাংঘাতিক ঘটনা ঘটে যায়। যুবকের দাদা আনোয়ার হোসেন বলেন, ভাইকে অ্যাম্বল্যান্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় বিট্টুর।

  • Link to this news (এই সময়)