পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুর এলাকায় বাজি বানানোর সময় বিস্ফোরণ।একাধিক মৃত্যুর আশঙ্কা। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, বাসন্তী পুজোর জন্য একটি ঘরে বাজি তৈরি করা হচ্ছিল। রাত সাড়ে ন’টা নাগাদ হঠাৎই বিস্ফোরণ হয়। তখনই পুরো বাড়িতে আগুন ধরে যায়। বাসিন্দাদের একাংশ বলছেন, রান্নার সিলিন্ডার ফেটে দুর্ঘটনা হয়েছে।
এ বিষয়ে পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন, ‘বাজি তৈরি করার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটেছে। পুরো বাড়িতে আগুন ধরে গিয়েছে। ওই বাড়ির ভিতরে আরও কিছুজন থাকার সম্ভাবনা রয়েছে।’ ঘটনাস্থলে ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে রয়েছে।
স্থানীয়দের দাবি, চন্দ্রকান্ত বণিক নামে এক বাসিন্দার বাড়ি থেকে আচমকা বিকট শব্দ শোনা যায়। কিছুক্ষণের দেখা যায় দাউ দাউ করে আগুন জ্বলছে বাড়িটিতে। হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায়। খবর দেওয়া হয়েছে পুলিশ ও দমকলকে। এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে। শুরু হয়েছে উদ্ধার কাজ।