রেড রোডে ইদের নমাজের মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে দাঙ্গায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করায় পালটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার সংবাদমাধ্যমে তৃণমূলনেত্রীকে বেলাগাম আক্রমণ করেন তিনি। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ। ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না। যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন।
এদিন তৃণমূলের বিরুদ্ধে পালটা দাঙ্গা লাগানোর অভিযোগ তুলে সুকান্তবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসই মুসলিমদের প্রশ্রয় দিয়ে বিভিন্ন জায়গায় দাঙ্গা বাঁধাচ্ছে। মুসলিমদের উসকানি দিয়ে তারা এই কাজ করাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি হিন্দু, কতখানি মুসলিম পুরোটাই জানি।’
এর পরই সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ। ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না। যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন। মুসলিমদের মেরুকরণ করা যেহেতু সহজ, তাই মুসলিমদের তোষণ করেন।’
সোমবার রেড রোডের মঞ্চ থেকে মমতা বলেন, ‘নবরাত্রি চলছে। আমি সেজন্যও শুভকামনা দেব। কিন্তু আমি চাই না এজন্য আপনি দাঙ্গা করুন। সাধারণ মানুষ এসব করে না। একটা রাজনৈতিক দল করে। লজ্জার কথা, দুঃখের কথা, যে লাল পার্টি আগে ধর্মনিরপেক্ষতার বড় বড় কথা বলত, আজ লাল আর গেরুয়া এক হয়ে গিয়েছে। হতে দেও। আমি একাই লড়াই করব। আমি একাই একশো।’