রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকা। এই ঘটনার জেরে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েক জন। সোমবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ সূত্রে খবর।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত নয়টা নাগাদ বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। এলাকাবাসীরা বাড়ির বাইরে বেরিয়ে দেখেন, একটা বাড়ি আগুনের গ্রাসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাদের তরফে আগুন নেভানোর কাজ শুরু হয়।
স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণটি হয় এলাকারই বণিক বাড়িতে। বিগত বেশ কয়েক বছর ধরে ওই পরিবারের সদস্যরা বাজি তৈরি করেন। মোট ১১ জন সদস্য থাকেন সেই বাড়িতে। এখনও পর্যন্ত ৬ জন মারা গিয়েছেন বলে খবর। ৪ জন নিখোঁজ।
এদিকে তীব্র বিস্ফোরণের জেরে দোতলা বাড়ির পুরোটাই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেওয়াল ভেঙে পড়েছে। ঘটনাস্থল থেকে দমকল অনেকটা দূরে থাকায় তাদের আসতে দেরি হয় বলে অভিযোগ। তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেন।
এলাকাবাসীর একাংশের দাবি, যে ৬ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩ শিশুও রয়েছে। তাদের আরও দাবি, রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে এই ভয়াবহ বিস্ফোরণ। যদিও তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ। ঠিক কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটল তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। ঢোলাহাট থানার তদন্তকারীরা ঘটনাস্থলে রয়েছেন। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।