• ডালখোলাকে করিডর করে কাফ সিরাপ পাচার চক্রের বাড়বাড়ন্ত, চিন্তায় পুলিস
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বিহার সীমান্ত লাগোয়া হওয়ায়, নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের করিডর হয়ে উঠছে ডালখোলা। ২৪ মার্চ রাতে দুই পাচারকারী সহ কাফ সিরাপের একটি কনসাইনমেন্ট পাকড়াওয়ের পর পুলিসি তদন্তে এমনই তথ্য উঠে আসছে। পুলিসের বক্তব্য, এব্যাপারে বিস্তারিত তদন্ত প্রক্রিয়া চলছে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন,সাত দিন আগে উদ্ধার হওয়া কাফ সিরাপ পাচারচক্রের সঙ্গে ডালখোলার কিছু সূত্র পাওয়া গিয়েছে। যা আমরা খতিয়ে দেখছি। 

    প্রসঙ্গত, ২৪ মার্চ গোপন সূত্রে জানা যায় ডালখোলা থেকে মালদহগামী একটি মিনি ট্রাকে কাফ সিরাপ পাচার হচ্ছে। সেইমতো পুলিস টিম ফাঁদ পাতে রায়গঞ্জ শহরের অনতি দূরে পানিশালা টোলট্যাক্সের কাছে। সেখানে পুলিস নিবিড় নজরদারি শুরু করে। তারপরই ফাঁদে পড়ে সন্দেহজনক মিনি ট্রাকটি। সেদিন পুলিসের উপস্থিতি টের পেয়ে তারা পালানোরও চেষ্টা চালায়। কিন্তু সেই চেষ্টা বিফল করে দু’জন পাচারকারী সহ ১০০০ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকার বেশি। ধৃতরা হল সুজন মণ্ডল ও অনিমেষ সমাদ্দার। দু’জনেই মালদহের বাসিন্দা। এরা নিছকই ক্যারিয়ার।

    এরপরই পুলিস ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাতেই পাচার চক্রটির সঙ্গে ডালখোলা ও বিহারের স্পষ্ট যোগসূত্র উঠে আসে। পুলিস সূত্রে দাবি, বিহার লাগোয়া হওয়াতেই ডালখোলা কাফ সিরাপ পাচারকারীদের জন্য করিডরে পরিণত হয়েছে। জানা গিয়েছে, কাফ সিরাপের বড়সড় কনসাইনমেন্ট প্রথমে বিভিন্ন রুট হয়ে এসে পৌঁছয় বিহার সংলগ্ন ডালখোলায়। তারপর সেখান থেকেই ছোট ছোট কনসাইনমেন্ট উত্তরবঙ্গের বিভিন্ন জেলা তথা উত্তরবঙ্গের সীমানা পেরিয়ে বাংলাদেশেও ঢুকে যায়। বিএসএফও মাঝেমধ্যে কাফ সিরাপের কনসাইনমেন্ট সীমান্তে পাকড়াও করে। এতে সক্রিয় বড়সড় পাচারচক্র। আর তাই মূল ট্রানজিট পয়েন্টগুলি নিয়ে বেশ চিন্তায় পুলিসও। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করে শিকড় পর্যন্ত পৌঁছনোর চেষ্টা শুরু হয়েছে। সূত্রে খবর, বিহার রায়গঞ্জ পুলিস, বিহার পুলিসের সঙ্গে সমন্বয় রেখে নজরদারি শুরু করেছে। নাকা তল্লাশি, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে। 

    পুলিস সূত্রে দাবি, সাধারণ মানুষের কাছে কাফ সিরাপের নেশারুদের চিহ্নিত করা বেশ দুষ্কর। তাই নেশাগ্রস্তদের কাছে, দিন দিন কাফ সিরাপ মাদক হিসেবে যথেষ্ট জনপ্রিয়। তাই এই সিরাপ চোরাপথে আনা হয়।  এই গাড়িতেই কাফ সিরাপ পাচার করা হচ্ছিল। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)