• পারিবারিক বিবাদে রাতভর বোমাবাজি, রামপাড়া চেঁচড়ার গ্রামে উত্তেজনা
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, তপন: তপন ব্লকের রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের গুলডাঙ্গা গ্রামে রবিবার রাতে পরপর বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দা আব্দুল বারিকের বাড়িতে একের পর এক বোমা ছোড়া হয় বলে অভিযোগ। 

    পুলিস ও স্থানীয় সূত্রের খবর, ২০১৮ সালে জমি বিবাদের জেরে আব্দুল বারিকের পা কেটে দেওয়ার অভিযোগ উঠেছিল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। যদিও পরবর্তীতে বিষয়টি মিটমাট হয়ে যায় এবং দীর্ঘদিন কোনও সমস্যা হয়নি।  সম্প্রতি বিদ্যুৎ চুরির অভিযোগ ঘিরে ফের দ্বন্দ্ব তৈরি হয় দুই পরিবারের মধ্যে। অভিযোগ, ওই ব্যক্তি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে সাবমার্সিবল পাম্প চালাতেন। বিষয়টি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নজরে আসার পর তাঁর জরিমানা করা হয়। তাঁর সন্দেহ, এই অভিযোগ জানিয়েছেন বারিক। তার জেরেই নতুন করে অশান্তি হয়। রবিবার রাতে অতর্কিতে বারিকের বাড়িতে একাধিক বোমা নিক্ষেপ করা হয়। বাড়ির ছাদে, টিনের দেওয়াল, দরজা সহ অন্যান্য জায়গায় ছোড়া হয় বোমা। সেই সময় বাড়ির সদস্যরা ভিতরেই ছিলেন। অল্পের জন্য রক্ষা পান তাঁরা। তবে টিনের দেওয়াল ফেটে যায় এবং গৃহপালিত পশুর ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। পুলিস ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করে। শান্তি রক্ষার জন্য এলাকায় অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে।

    সোমবার তপন থানায় সইদুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বারিক। যদিও এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

    এবিষয়ে বারিক বলেন, জমি নিয়ে বিবাদের জেরে দা দিয়ে আমার পা কেটে দেয় ওই প্রতিবেশী। কিছুদিন আগে বিদ্যুৎ চুরি করে সাবমার্সিবল চালাতে গিয়ে ধরা পড়ে এবং তাঁর জরিমানা হয়। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খবর দিয়েছি বলে তিনি আমাকে সন্দেহ করছেন। গতকাল রাতে আমাকে মেরে ফেলতে পরপর বোমা ছুড়তে শুরু করে। ৬টি বোমা ফেটেছে, একটি ফাটেনি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। 

    তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা বলেন, একটি তাজা বোমা উদ্ধার হয়েছে। রাতে মোট ৬টি বোমা ফাটানো হয়। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।‌
  • Link to this news (বর্তমান)