• খাদিমেলায় গ্রামীণ হাট উদ্বোধনে মন্ত্রী চন্দ্রনাথ
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শহরের রবীন্দ্রভবন প্রাঙ্গণে শুরু হল জোনাল খাদিমেলা। সোমবার ওই মেলার উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পদপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মেলায় খাদি ও গ্রামীণ শিল্পের স্টলের পাশাপাশি উঠে এসেছে আস্ত গ্রামীণ হাট। ডোকরা শিল্প থেকে কাঠের পুতুল, মেদিনীপুরের মাদুর, কোচবিহারের শীতলপাটি, জয়নগরের মোয়া, উত্তরের তুলাইপাঞ্জি মেলায় মিলছে সবই। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত এই মেলা চলবে। এদিকে, এদিন উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত চলার মাঝেই মাইকে বিজ্ঞাপনের রেকর্ডিং বেজে ওঠায় অস্বস্তিতে পড়েন মেলার উদ্যোক্তারা। দ্রুত তা ঠিক করে আবার রাজ্য সঙ্গীত শুরু হয়।

    উদ্বোধনের পর মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, জলপাইগুড়ির পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ক্ষুদ্র ও হস্তশিল্পীদের উন্নয়নে রাজ্য সরকার প্রচুর কাজ করছে। জলপাইগুড়ির ময়নাগুড়িতে এক কোটিরও বেশি টাকা খরচ ভার্মি কম্পোস্ট তৈরির ইউনিট করা হয়েছে। মেটেলিতে মিলেট প্রসেসিং ইউনিট হচ্ছে। ঘুঘুমারি ও কোচবিহার-১ নম্বর ব্লকে শীতলপাটি তৈরির জন্য ৬৩০ জনকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় যন্ত্রাংশ দেওয়া হয়েছে। শিল্পীদের সুবিধার্থে সেখানে গড়ে তোলা হয়েছে একটি উৎপাদন কেন্দ্র। সবমিলিয়ে ওই প্রকল্পের জন্য খরচ করা হয়েছে ১ কোটি ২৫ লক্ষ টাকা। 

    কোচবিহারের শীতলপাটির জিআই-এর জন্য রেজিস্ট্রেশনও করা হয়েছে বলে এদিন জানান মন্ত্রী। তিনি বলেন, মৌমাছি পালনেও আমরা সহায়তা করছি। এদিনের মেলায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)