• এভারেস্ট জয়ের লক্ষ্যে এপ্রিলে যাত্রা শুরু ত্রিদিবের, ভাবাচ্ছে অর্থের সংস্থান
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: চোখে এভারেস্ট জয়ের স্বপ্ন। সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে নিজেকে তিলে তিলে গড়ে তোলা। এবার সেই লক্ষ্যের প্রায় কাছাকাছি চলে এসেছেন মাথাভাঙা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের দীনবন্ধুপল্লির বাসিন্দা ত্রিদিব সরকার। তবু প্রয়োজনীয় অর্থের সংস্থান তাঁকে ভাবাচ্ছে। ২০১০ সালে সিকিমের ৫০০১ মিটার উচ্চতার মাউন্ট বেনফে পর্বত আরোহণের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। ২০১৮ সালে হিমাচল প্রদেশের মাউন্ট মুনিরাং শৃঙ্গ (৬৪৯৩ মিটার) জয় করেন। ২০২২ সালে লাদাখের মাউন্ট কাংইয়াতসে-১ (৬৪১১ মিটার) শৃঙ্গ জয়। ওই বছরই উত্তরাখণ্ডের মাউন্ট শিবলিং (৬৫৪৩ মিটার) শৃঙ্গে আরোহণ করেন তিনি। এবার তাঁর লক্ষ্য হিমালয়ের কোলে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। শৃঙ্গে পৌঁছেতে ত্রিদিববাবুর প্রয়োজন ৪০ লক্ষ টাকা। কিন্তু সেই টাকার পুরোটা এখনও জোগাড় হয়নি। এদিকে দিন এগিয়ে আসছে। এপ্রিলের মাঝামাঝি তাঁর নেপালের কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা হওয়ার কথা। ফলে প্রচেষ্টার পাশাপাশি দুশ্চিন্তাও কাজ করছে। 

    পেশায় দমকল বিভাগের কর্মী ত্রিদিববাবু বলেন, ছোটবেলায় বিভিন্ন বই পড়ে পর্বতারোহণের নেশা চেপে বসে। এরপর ভারতের বেশ কয়েকটি ছ’হাজারি শৃঙ্গ জয় করেছি। এবার এভারেস্ট জয়ের চেষ্টায় নেপাল হয়ে বেস ক্যাম্পে পৌঁছনো ও সেখান থেকে শৃঙ্গ জয়ের উদ্যোগ শুরু করেছি। এজন্য ৪০ লক্ষ টাকা জোগাড় করতে হবে। এখনও কোনও বড় কোম্পানির স্পনসর পাইনি। জেলাশাসক, পুলিস সুপারের সঙ্গে দেখা করেছিলাম। তাঁরা আমাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। 

    কোচবিহার মাউন্টেনিয়ারিং ক্লাবের সভাপতি অনির্বাণ মজুমদার বলেন, জেলার তথা উত্তরবঙ্গের প্রথম কেউ এভারেস্ট জয়ের লক্ষ্যে রওনা দেবেন। তাঁর সাফল্য কামনা করছি। কিন্তু যাত্রার আর্থিক দিকটা নিয়ে আমরা চিন্তায় রয়েছি। 

    ত্রিদিববাবুর পরিবারে বাবা, মা, স্ত্রী ও তিন বছরের ছেলে রয়েছে। স্বচ্ছ্বল মধ্যবিত্ত পরিবারে নিশ্চিন্ত জীবনযাপন করতেই পারতেন। কিন্তু পর্বত শৃঙ্গ জয়ের নেশা যাঁকে চেপে ধরে তিনি কি আর ঘরে বসে থাকতে পারেন? শত বাধা পেরিয়ে শৃঙ্গ জয়ের লক্ষ্যে তাঁকে এগতেই হয়। বছর ৩৪-এর ত্রিদিববাবুও সেই লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে চলেছেন। সব ঠিক থাকলে মে মাসে এভারেস্টের শৃঙ্গে ওঠার সুযোগ আসবে। আর তা জয় করতে পারলেই স্বপ্নপূরণ।  ত্রিদিব সরকার।
  • Link to this news (বর্তমান)