নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সোমবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে খুশির ঈদ পালিত হয়। রমজান মাস শেষে এদিন ইসলাম ধর্মাবলম্বীরা ঈদের আনন্দে মেতে ওঠেন। বাঁকুড়া ও বিষ্ণুপুর সহ জেলার বিভিন্ন জায়গায় দিনটি পালন করা হয়। এদিন সকালে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় প্রাঙ্গণে ঈদের নামাজের আয়োজন করা হয়। সেখানে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, পুরসভার চেয়ারম্যান অলকা সেনমজুমদার সহ অন্যান্যরা ধর্মপ্রাণ মুসলিমদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়াতেও মুসলিম সম্প্রদায়ের মানুষজন ঈদের আনন্দে মেতে ওঠেন। পুরুলিয়া শহরের জেকে কলেজ রোডের ঈদগাহ ময়দান সহ জেলার অন্যান্য জায়গায় ঈদের নামাজ পাঠে বহু মানুষ অংশ নেয়। শহরের কসাই মহল্লা এলাকায় জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া সহ অন্যান্য নেতানেত্রীরা ঈদের শুভেচ্ছা জানান। ঈদের নামাজের পর প্রাক্তন চেয়ারম্যান শামিম দাদ খানকে শহরের পথচলতি মানুষজনকে শরবত ও লাচ্চা খাওয়াতে দেখা যায়। আরামবাগ মহকুমাজুড়েও এদিন খুশির ঈদ পালিত হয়েছে। এদিন সকালে আরামবাগের ইদগাহ মাঠে নামাজ পাঠের আয়োজন করা হয়। সেখানে বহু মুসলিম ধর্মপ্রাণ বাসিন্দা নামাজ পড়েন। পাশাপাশি সেখানে যান আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী, কাউন্সিলার স্বপন নন্দী প্রমুখ। এছাড়া আরামবাগ সহ গোঘাট, খানাকুল ও পুরশুড়াতেও বিভিন্ন জায়গায় মসজিদ ও ঈদগাহতে নামাজ পাঠের ব্যবস্থা করা হয়। পুরসভার চেয়ারম্যান বলেন, ঈদ খুশির দিন আনে। আমরাও পুরসভার তরফে রোজাদার সহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছি। সারা বছর প্রত্যেকেরই যাতে খুশিতে কাটে তার প্রার্থনা জানাই।