সংবাদদাতা বেলদা: রবিবার নারায়ণগড়ের খালিনাতে জব কার্ড হোল্ডারদের সম্মেলন হল। এলাকার পাঁচ শতাধিক জবকার্ডধারী এই সম্মেলনে যোগ দেন। ২০১৩ সাল থেকে এই সম্মেলন হয়ে আসছে বলে জানান উদ্যোক্তাদের অন্যতম নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত ধল। তিনি বলেন, ১০০ দিনের কাজের প্রকল্পে সাধারণ মানুষকে উৎসাহিত করতে বছরের একদিন এই সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলন মঞ্চে গ্রামবাসীদের জবকার্ড নম্বর সংগ্রহ করে লাকি কুপন প্রতিযোগিতা আয়োজন করে সংগঠকরা। লটারির মাধ্যমে বেছে নেওয়া গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয় ঝুড়ি, কোদাল, বাক্স সহ নানা সামগ্রী।
খালিনা এলাকার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা তাঁদের নিজেদের ভাতার প্রাপ্য টাকা থেকে এই সামগ্রীর আয়োজন করে থাকেন। এদিন সম্মেলনে হাজির ছিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে রাজ্যের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে। তাতে সাধারণ মানুষকে নানা বিপদে পড়তে হচ্ছে। রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্পের মধ্য দিয়ে তাদের কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। অবিলম্বে ১০০ দিনের কাজের বকেয়া মিটিয়ে দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে কাজ শুরু করতে হবে।-নিজস্ব চিত্র