• ব্রঙ্কোস্কোপি পরিষেবা চালু হওয়ায় দ্রুত চিহ্নিত করা যাচ্ছে ক্যান্সার আক্রান্তদের
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্রঙ্কোস্কোপি পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গেই রোগীদের ভিড় জমতে শুরু করেছে। এই যন্ত্রের মাধ্যমে ক্যান্সার শনাক্ত করা যায়। আগে রোগীদের ফুসফুসের নমুনা কলকাতার সরকারি হাসপাতালে পাঠাতে হতো পরীক্ষার জন্য। সেই রিপোর্ট আসতেও সময় লাগত। এখন আর এই সমস্যা থাকবে না। কারণ রোগীরা এখন এই হাসপাতালে পরীক্ষার পর কয়েকদিনের মধ্যেই রিপোর্ট পেয়ে যাচ্ছেন।

    প্রায় দেড় মাস আগে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্রঙ্কোস্কোপির যন্ত্র আনা হয়। তারপর থেকে এখনও পর্যন্ত ১৩ জনের ব্রঙ্কোস্কোপি করা হয়েছে এবং তাঁদের মধ্যে ছ’জনের ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, এই যন্ত্রের সাহায্যে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার বা যক্ষ্মার মতো রোগ শনাক্ত করা যায়। যা সিটি স্ক্যান বা এক্স-রে কিংবা অন্যান্য পরীক্ষায় পাওয়া যায় না। ইতিমধ্যেই ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা শুরু হয়েছে।

    হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, অনেক রোগী কাশির সঙ্গে ফুসফুসে টিউমার বা রক্তক্ষরণের উপসর্গ নিয়ে আসেন। তাঁদের ব্রঙ্কোস্কোপি করার পরামর্শ দেওয়া হয়। এই যন্ত্রে একটি সরু নলের মাথায় ছোট্ট ক্যামেরা থাকে। যা শ্বাসনালী দিয়ে ফুসফুস পর্যন্ত প্রবেশ করানো হয়। ওই ক্যামেরার মাধ্যমেই ফুসফুসের ভিতরের অবস্থা পর্যবেক্ষণ এবং বায়োপসির জন্য নমুনা সংগ্রহ করা হয়। তা পরীক্ষা করে ক্যান্সার বা যক্ষ্মা রোগের উপস্থিতি চিহ্নিত করা যায়। শুধু রোগ নির্ণয় নয়, যদি শ্বাসনালীতে কোনও খাবার, কয়েন ইত্যাদি আটকে যায়, তাহলেও এই যন্ত্র ব্যবহার করে তা বের করে আনা সম্ভব। এ নিয়ে ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক ডাঃ জয়ন্ত সুকুল বলেন, ব্রঙ্কোস্কোপি একটি জীবন রক্ষাকারী চিকিৎসা পদ্ধতি। এই পরিষেবা চালু হওয়ায় বহু মানুষ উপকৃত হবেন। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)