• পুড়ে ছাই তিনটি দোকান
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: ঠাকুরনগরে বিধ্বংসী আগুন। ভস্মীভূত তিনটি দোকান, ক্ষতিগ্রস্ত আরও কয়েকটি। রবিবার মধ্যরাতে গাইঘাটা থানার ঠাকুরনগর রেলগেট এলাকায় প্রথমে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। খবর দেওয়া হয় দমকলে। গোবরডাঙা থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে বনগাঁ ও হাবড়া থেকে আরও দু’টি দমকলের ইঞ্জিন আসে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

    ঠাকুরনগর রেলগেট এলাকায় মুদি, ফল, গ্যারাজ সহ একাধিক দোকান পাশাপাশি ছিল। রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত আড়াইটে নাগাদ এলাকার বাসিন্দারা আগুন দেখতে পেয়ে তাঁদের খবর দেন। খবর দেওয়া হয় দমকলেও। দমকলকর্মীরা আগুন নেভানোর আগেই তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এক ব্যবসায়ী অমৃতলাল মজুমদার বলেন, রাত ১২টা নাগাদ বাড়ি গিয়েছিলাম। আড়াইটে নাগাদ একজন ফোন করে জানান, দোকানে আগুন লেগেছে। তড়িঘড়ি ছুটে এসে দেখি আগুনে পুড়ে শেষ দোকান।

    আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস। ইলা বাগচি বলেন, দমকলকর্মীদের প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিস ও রেল পুলিসের আধিকারিকরা। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

    এদিকে, রবিবার রাত ৮টা নাগাদ গোপালনগর থানার সাতবেড়িয়ায় একটি শালবাগানে হঠাৎই আগুন লেগে যায়। শুকনো পাতা থাকায় গোটা বাগানে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিভিয়ে দেয়। অনুমান করা হচ্ছে, শুকনো পাতা পোড়াতে গিয়ে আগুন ছড়িয়ে পড়েছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)