• পুনর্বিবেচনার পর কমিয়ে দেওয়া হল ধান কেনার লক্ষ্যমাত্রা
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ধান কেনার প্রাথমিক লক্ষ্যমাত্রা থেকে পিছু হটল খাদ্যদপ্তর। ২০২৪-২৫ সালের জন্য দক্ষিণ ২৪ পরগনাকে ২ লক্ষ ৩০ হাজার টন ধান কেনার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। কিন্তু কৃষকমহল এবং খাদ্যবিভাগের আধিকারিকদের মতে, জেলায় এই বিপুল পরিমাণ ধান সংগ্রহ করা বাস্তবে কঠিন। তাই কয়েক সপ্তাহ আগে এই জেলার লক্ষ্যমাত্রা পুনর্বিবেচনা করে ১ লক্ষ ৭০ হাজার টন করা হয়েছে। এদিকে, জেলা খাদ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ১ লক্ষ টনেরও বেশি ধান কেনা হয়েছে।

    বিগত বছরগুলিতেও এই জেলাকে ২ থেকে ৩ লক্ষ টন করে ধান কেনার লক্ষ্যমাত্রা দেওয়া হতো। কিন্তু কখনওই সেটা অর্জিত হয়নি। এবারও প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা বেশি রাখা হলেও পরবর্তীতে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে তা সংশোধন করা হয়। তবে, ধান কেনার মরশুমের মাঝামাঝি সময়ে এভাবে লক্ষ্যমাত্রা পরিবর্তন করা নিয়ে প্রশ্নও উঠেছে। খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু জেলা তাদের লক্ষ্যমাত্রা বৃদ্ধির জন্য আবেদন করেছিল। কিন্তু হঠাৎ করে তা সেটা দপ্তরের পক্ষে সম্ভব হয়নি। তাই যেসব জেলায় ধান কেনার হার কম অথবা যেখানে পূরণে সমস্যা হচ্ছে, সেখানকার লক্ষ্যমাত্রা কমিয়ে অন্যান্য জেলাগুলিতে তা বৃদ্ধি করা হয়েছে।

    জেলা খাদ্যবিভাগের এক কর্মকর্তা জানান, লক্ষ্যমাত্রা কমিয়ে দেওয়ায় সুবিধা হয়েছে। বর্তমান লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে তিনি মনে করছেন। কারণ অতীতেও এই জেলায় এই পরিমাণ ধান কেনা হয়েছে। এদিকে, ধান কেনায় গতি আনতে জেলায় আরও তিনটি চালকলকে যুক্ত করা হয়েছে। ফলে এখন মোট মিলের সংখ্যা হয়েছে নয়। -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)