• পকসো মামলায় নির্যাতিতাকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পকসো মামলায় অভিযুক্ত যুবক জামিনে থাকাকালীন আত্মঘাতী হয়েছিল। ফলে কিশোরী নির্যাতনের মামলার রায়ে দোষ-বিচারের প্রসঙ্গ সামনে না এলেও প্রাধান্য পেয়েছে ক্ষতিপূরণের বিষয়টি। মগরাহাট থানা এলাকার এই মামলায় ডায়মন্ডহারবার পকসো আদালতের বিচারক জয়প্রকাশ সিং সম্প্রতি এক রায়ে নির্যাতিতা কিশোরীকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন। দক্ষিণ ২৪ পরগনার লিগ্যাল এইডকে এই ক্ষতিপূরণের টাকা দিতে বলেছেন তিনি। 

    ক্ষতিপূরণের প্রশ্নে বেঁকে বসেন নির্যাতিতার আইনজীবী শ্যামলকান্তি বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কিশোরীকে ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা দিতে হবে। বিপক্ষের আইনজীবী পাল্টা যুক্তি হাজির করে বলেন, যেহেতু তাঁর মক্কেল মারা গিয়েছেন, তাই নির্যাতিতা কিশোরী ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নয়। সওয়াল জবাবে অংশ নিয়ে শ্যামলকান্তি এ সম্পর্কে সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টের নথি তুলে ধরেন এবং কেন ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য তা বিশদে ব্যাখ্যা করেন। দীর্ঘ সওয়াল শেষে বিচারক টাকার অঙ্ক চার লক্ষে বেঁধে দেন। নির্যাতিতার পরিবার এই নির্দেশে সন্তোষ প্রকাশ করেছে।

    আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানায় এই মামলা দায়ের হয়েছিল। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টা, মারধর করা সহ পকসো আইনে মামলা দায়ের হয়েছিল। 
  • Link to this news (বর্তমান)