• ‘আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি ইসাই’
    দৈনিক স্টেটসম্যান | ০১ এপ্রিল ২০২৫
  • প্রতি বছরের মতো এ বছরও ইদ উপলক্ষে রেড রোডে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মমতা ও অভিষেক দুজনেই মানুষকে প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এছাড়াও দিয়েছেন সম্প্রীতির বার্তা। এ দিন মমতা কেলগ কাণ্ড প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি ও সিপিএমকে একযোগে আক্রমণ করেছেন।

    সোমবার সকাল ৯টা নাগাদ রেড রোডে ইদের নামাজে উপস্থিত হয়েছিলেন মমতা ও অভিষেক। তাঁদের সঙ্গে ছিলেন মন্ত্রী জাভেদ খান সহ অন্যরা। মমতা জানিয়েছেন, ইদের কারণে বিদেশের একটি কর্মসূচি বাতিল করতে হয়েছে তাঁকে। কারণ তিনি মনে করেন, উৎসবের সময় নিজেদের লোককে শুভেচ্ছা জানানো তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

    পাশাপাশি সব রকম পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘বাম ও রামের কয়েকজন সমর্থক কলকাতা থেকে টিকিট কেটে গিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন, আমি কি হিন্দু? আমি গর্বের সঙ্গে বললাম, আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি ইসাই। আমি একজন ভারতীয়। আপনারা কী করবেন?‘ পাশাপাশি বিজেপি ও সিপিএম ‘ডিভাইড অ্যান্ড রুল’ চায় বলেও কটাক্ষ করেছেন মমতা। কোনও রকম প্ররোচনায় সাধারণ মানুষকে পা না দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। মমতার কথায়, ‘কেউ গণ্ডগোল পাকাতে এলে মনে রাখবেন, দিদি আছে।’

    রেড রোডের মঞ্চ থেকে ফের একবার সংবিধান রক্ষা করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করিয়ে দিয়েছেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। সংবিধানেও তার উল্লেখ আছে। সেই কারণে আমাদের সকলকে এই ধর্মনিরপেক্ষতাকে অটুট রাখতে হবে। ‘সবকা সাথ, সবকা বিকাশ’ ট্যাগ লাইনের প্রসঙ্গ উল্লেখ করে মোদী সরকারকে একহাত নেন মমতা।

    সব ধর্মের মানুষকে একসঙ্গে থাকার বার্তা দিয়ে মমতা দাঙ্গা রুখে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। তিনি আরও জানিয়েছেন, ধর্মের নামে ব্যবসা করে কয়েকটি রাজনৈতিক দল। ভোট যে তাঁর লক্ষ্য নয়, তা জানিয়ে শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে থাকার আর্জি জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘ওরা বলছে রাজ্যে অশান্তি হচ্ছে, রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। আমি বলি, মণিপুরে কী হয়েছে? উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানে কী হয়েছে? ইদের দিনে কে কী খাবে, তাতেও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।’

    মমতার পর মঞ্চে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্প্রীতির বার্তা দিয়েছেন। কাউকে কোনও প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন অভিষেক। তাঁর কথায়, ‘চাঁদের কোনও ধর্ম হয় না। আমৃত্যু একতা বজায় রাখতে হবে। সকলকে মিলেমিশে থাকতে হবে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)